আঞ্চলিক গণিত উৎসব এর বিস্তারিত সময়সূচীঃ
গণিত উৎসব ২০২৩-এর বাছাই অলিম্পিয়াডের ফলাফল জানতে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৩-এর প্রবেশপত্রের জন্য নিজের অনলাইন প্রোফাইলে লগইন করে ডাউনলোড করতে হবে।
যারা অনলাইন বাছাই পর্বে বিজয়ী হয়েছ, তোমাদের নিয়ে অনুষ্ঠিত হবে গণিত উৎসবের ২য় পর্ব ‘আঞ্চলিক গণিত উৎসব ২০২৩’। আগামী ৫ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত দেশব্যপী পর্যায়ক্রমে ২০টি অঞ্চলে এ উৎসব অনুষ্ঠিত হবে। প্রত্যেক শিক্ষার্থীকে তাদের জন্য নির্ধারিত (প্রবেশপত্রে উল্লেখিত) আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণ করতে হবে।
তোমার প্রবেশপত্র এই মেইলে সংযুক্ত করা আছে। এছাড়া তোমার অনলাইন প্রোফাইলে লগইন করে ডাউনলোড করতে পারবে। পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রটি প্রিন্ট কপি নিয়ে আসতে হবে।
আঞ্চলিক গণিত উৎসব এর বিস্তারিত:
· উৎসবে আগমন সকাল সাড়ে ৮টায়।
· পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
· উৎসবের তারিখ, সময় ও ভেন্যু প্রবেশপত্রে দেয়া আছে।
· শিক্ষার্থীরা তাদের জন্য নির্ধারিত অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলের উৎসবে অংশগ্রহণ করতে পারবে না।
· পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
· পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।
· সংযুক্ত প্রবেশপত্রটি অবশ্যই প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
· শিক্ষার্থীকে নিজ নিজ প্রতিষ্ঠানের (২০২২/২৩ সালের) আইডি কার্ড/ বেতন রসিদ অথবা রেজাল্ট কার্ডের যেকোন একটি প্রমাণপত্র নিয়ে আসতে হবে।
· শুধু অনলাইন বাছাই পর্বের বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণ করতে পারবে।
যোগাযোগ
· যেকোনো প্রয়োজনে ইমেইল করুন: support@matholympiad.org.bd
· ইমেইল পাঠানো সময় অবশ্যই– নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, মোবাইল নম্বর, ইমেইল, শ্রেণি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। গণিত উৎসবের সকল আপডেট গণিত অলিম্পিয়াডের ওয়েব সাইটে (matholympiad.org.bd), অফিসিয়াল ফেসবুক পেজ (facebook.com/BdMOC) ও ফেসবুক গ্রুপে (facebook.com/groups/BdMOC) পাওয়া যাবে।
গণিত উৎসব ২০২৩-এর বাছাই অলিম্পিয়াডের ফলাফল জানতে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৩-এর প্রবেশপত্রের জন্য নিজের অনলাইন প্রোফাইলে লগইন করে ডাউনলোড করতে হবে।
যারা অনলাইন বাছাই পর্বে বিজয়ী হয়েছ, তোমাদের নিয়ে অনুষ্ঠিত হবে গণিত উৎসবের ২য় পর্ব ‘আঞ্চলিক গণিত উৎসব ২০২৩’। আগামী ৫ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত দেশব্যপী পর্যায়ক্রমে ২০টি অঞ্চলে এ উৎসব অনুষ্ঠিত হবে। প্রত্যেক শিক্ষার্থীকে তাদের জন্য নির্ধারিত (প্রবেশপত্রে উল্লেখিত) আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণ করতে হবে।
তোমার প্রবেশপত্র এই মেইলে সংযুক্ত করা আছে। এছাড়া তোমার অনলাইন প্রোফাইলে লগইন করে ডাউনলোড করতে পারবে। পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রটি প্রিন্ট কপি নিয়ে আসতে হবে।
আঞ্চলিক গণিত উৎসব এর বিস্তারিত:
· উৎসবে আগমন সকাল সাড়ে ৮টায়।
· পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
· উৎসবের তারিখ, সময় ও ভেন্যু প্রবেশপত্রে দেয়া আছে।
· শিক্ষার্থীরা তাদের জন্য নির্ধারিত অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলের উৎসবে অংশগ্রহণ করতে পারবে না।
· পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
· পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।
· সংযুক্ত প্রবেশপত্রটি অবশ্যই প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
· শিক্ষার্থীকে নিজ নিজ প্রতিষ্ঠানের (২০২২/২৩ সালের) আইডি কার্ড/ বেতন রসিদ অথবা রেজাল্ট কার্ডের যেকোন একটি প্রমাণপত্র নিয়ে আসতে হবে।
· শুধু অনলাইন বাছাই পর্বের বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণ করতে পারবে।
যোগাযোগ
· যেকোনো প্রয়োজনে ইমেইল করুন: support@matholympiad.org.bd
· ইমেইল পাঠানো সময় অবশ্যই– নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, মোবাইল নম্বর, ইমেইল, শ্রেণি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। গণিত উৎসবের সকল আপডেট গণিত অলিম্পিয়াডের ওয়েব সাইটে (matholympiad.org.bd), অফিসিয়াল ফেসবুক পেজ (facebook.com/BdMOC) ও ফেসবুক গ্রুপে (facebook.com/groups/BdMOC) পাওয়া যাবে।
إرسال تعليق