সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ
By -
June 12, 2022
0
জিএসটি
জিএসটি (গুচ্ছে) ২২টি বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেবে।
৩০ জুলাই,
১৩ আগস্ট এবং
২০ আগস্ট তিনটি ইউনিটের তিনটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৫ জুন থেকে আবেদন নেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন।
প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়
বুয়েট এবারও আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ৪ জুন অনুষ্ঠিত হয়েছে প্রাক্–নির্বাচনী বা বাছাই পরীক্ষা। ১০ জুন প্রাক্–নির্বাচনীর ফলও প্রকাশিত হয়েছে। এরপর মূল ভর্তি পরীক্ষা হবে ১৮ জুন।
রাজশাহী (রুয়েট), চট্টগ্রাম (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবার দ্বিতীয়বারের মতো গুচ্ছভুক্ত হয়ে পরীক্ষা নেবে। এই তিন বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইন আবেদন নেওয়া শুরু হয় ৬ জুন থেকে। চলবে ১৯ জুন পর্যন্ত।
এগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট। এবার চুয়েটে আসনসংখ্যা ৯৩১, কুয়েটে ১ হাজার ৬৫ এবং রুয়েটে সংখ্যা ১ হাজার ২৩৫।
ঢাবি, জাবি, রাবি ও চবি
৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তির পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। ৪ জুন হয় কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা। ১০ জুন ‘ক’ ইউনিটের পরীক্ষা। আর গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।