How to find your SSC Results 2025 With Marks

আজ ১০ জুলাই বেলা দুইটায় 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে

A) Result From Website:
After Click on লিংক-১
Select Examination -> Select 2025 as Year -> Select your Board -> Type Roll -> Type Reg: No -> Type the Result of the Expression and Finally Click on Submit Buttton
For With Marks Result লিংক-২
Select SSC as Examination -> Select 2025 as Year -> Select your Board and Finally -> Select Type of Result
B) Result From Mobile SMS, Type SSC SPACE বোর্ডের নামের প্রথম তিন অক্ষর space রোল SPACE পাশের সাল তারপর 16222 নম্বরে send করুন
ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

EXAMPLE: SSC DHA 123456 2025 SEND TO 16222

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফল জানাতে হলে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের নিয়ম হলো: Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের ফলাফল জানতে হলে টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

শুধুমাত্র পরীক্ষার ফল প্রকাশের পর SMS পাঠালে ফলাফল পাবেন। দয়াকরে ফলাফল প্রকাশের পূর্বে SMS পাঠিয়ে টাকা অপচয় করবেন না।


*** ফল প্রকাশের পর দ্রুত ফলাফল পেতে আপনি যা করতে পারেনঃ
১। রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার সাথে রাখুন।
২। যেহেতু ঐ সময় সার্ভার ব্যস্ত থাকে, দুপুর দুইটার পর মোবাইলের মেসেজ দিয়ে রাখতে পারেন, যার ফলে আপনার ফলাফল অনেক দ্রুত পেয়ে যেতে পারেন।
৩। উপরের লিঙ্ক গুলোতে ক্লিক করার পর যদি সার্ভার ব্যস্ত দেখায়, তবে আপনি আবারো উপরের লিঙ্কে/Reresh/Reload বাটনে ক্লিক করে দেখতে পারেন। তাতে লিঙ্কটিতে আপনি সহজে ঢুকতে পারেন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখুন।

SSC Results 2025
http://educationboardresults.gov.bd/
মোবাইলের মেসেজের মাধ্যমে ফলাফল সহজে পেতে দেশের সকল বোর্ডের প্রথম তিন অক্ষর জেনে রাখুন ( The first three letters of the education boards in Bangladesh are:
DHA for Dhaka ঢাকা
DIN for Dinajpur দিনাজপুর
CHI for Chittagong চট্টগ্রাম
COM for Comilla কুমিল্লা
RAJ for Rajshahi রাজশাহী
JES for Jessore যশোর
SYL for Sylhet সিলেট
BAR for Barisal বরিশাল
MYM for Mymensingh ময়মনসিংহ
MAD for Madrasah বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড and
TEC for Technical বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড
বোর্ডের ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড। আগামী ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এ জন্য আবেদন নেওয়া হবে। আবেদনপদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
SSC Results
SSC Results

Post a Comment

Previous Post Next Post