রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১৪ ই জুন থেকে শুরু হবে।গত রোববার (৭মার্চ) বেলা ১২টা থেকে শুরু হয়েছে প্রাথমিক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া যা চলবে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ বেলা ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।
জানাগেছে, এবারের ভর্তি পরীক্ষা ৩টি ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৫ জুন ‘এ’ ইউনিট এবং সর্বশেষ ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে হবে। তিন দিনেই ভর্তি পরীক্ষা শেষ হবে। প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছুর পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিদিন ৩ শিফটে; প্রতি শিফটে ১৫ হাজার করে ভর্তিচ্ছুর পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা , দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা, এই ৩ শিফটে অনুষ্ঠিত হবে।
গতবছর লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারো দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না। তবে, জিপিএ এর উপরে আলাদা করে নাম্বার না থাকলেও বিভাগ পরিবর্তনের থাকছে সুযোগ।
বহুনির্বাচনি পদ্ধতিতে ১ ঘন্টা মেয়াদে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এতে ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফি ৫৫ টাকা (মোবাইল ফোন অপারেটরের ১০% সার্ভিস চার্জসহ)। চূড়ান্ত আবেদনের ফি গত বছরের তুলনায় ২২০ টাকা কমিয়ে ১,১০০ টাকা (মোবাইল ফোন অপারেটরের ১০% সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।
রাবিতে ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা:
২০২০-২১শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে আসন সংখ্যা মোট ৪১৯১ টি। ‘এ’ (কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) ইউনিটে আসন সংখ্যা ২০১৯ টি। ‘বি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটে ৫৬০ টি। ‘সি’ (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটে ১৬১২ টি।
সকল ইউনিটের চূড়ান্ত মানবন্টন ও শর্তসমূহ:
এ ইউনিট ( মানবিক + বিভাগ পরিবর্তন )
১. বাংলা – ৩০ নাম্বার
২. ইংরেজি – ৩০ নাম্বার
৩. সাধারণ জ্ঞান – ৪০ নাম্বার।
মোট ১০০ নম্বর।
বি ইউনিট এর মান বন্টন:
বি ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, নিচে তাদের মান বন্টন দেয়া হলো।
বাণিজ্য শাখার মানবন্টন:
১. ইংরেজি – ২৫ নাম্বার
২. আইসিটি – ১৫ নাম্বার।
৩. হিসাববিজ্ঞান – ২৫ নাম্বার
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ২৫ নাম্বার
৫. বাংলা – ১০ নাম্বার
অবাণিজ্য শাখার মানবন্টন:
১. ইংরেজি- ৩০ নাম্বার
২. বাংলা – ২০ নাম্বার।
৩. সাধারণ জ্ঞান – ২৫ নাম্বার।
৪. আইসিটি – ২৫ নাম্বার।
মোট ১০০ নম্বর।
সি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং অবিজ্ঞান এর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের মানবন্টন:
ক শাখা থেকে উত্তর বাধ্যতামূলক
১. পদার্থ থেকে ২৫টি প্রশ্ন
২. রসায়ন থেকে ২৫ টি প্রশ্ন
৩. আইসিটি থেকে ৫ টি প্রশ্ন
খ শাখা যে কোন ১ টি উত্তর করতে হবে।
১. গণিত থেকে ২৫ টি প্রশ্ন
২. জীব বিজ্ঞান থেকে ২৫ টি প্রশ্ন
৩. গণিত+ জীব বিজ্ঞান থেকে ২৫ টি প্রশ্ন.
সকল প্রশ্নের মান ১.২৫ করে। মোট ৮০ টি প্রশ্ন ১০০ নাম্বার।
অবিজ্ঞান বিভাগের মানবন্টন:
১. বাংলা থেকে ২৫ টি প্রশ্ন
২. ইংরেজি থেকে ২৫টি প্রশ্ন
৩. সাধারণ জ্ঞান / ভূগোল / মনোবিজ্ঞান – থেকে ৩০ টি প্রশ্ন, সকল প্রশ্নের মান ১.২৫ করে। মোট ৮০ টি প্রশ্ন ১০০ নাম্বার।
প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে পত্র-পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল তথ্য
Md. Abdur Rahman
0
إرسال تعليق