অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২৩ (৩০ ডিসেম্বর ২০২৩, শুক্রবার)

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২৩ (৩০ ডিসেম্বর ২০২৩, শুক্রবার) ডাচ্‌-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর নিবন্ধন করার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গণিত উৎসব ২০২৩-এর বাছাই গণিত অলিম্পিয়াড ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার অনুষ্ঠিত হবে।
জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীদের সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং প্রাইমারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীদের বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে https://online.matholympiad.org.bd এই ঠিকানায় অংশগ্রহণ করতে হবে। তোমরা যারা নিবন্ধন সম্পন্ন করেছ, তাদের প্রত্যেককে বাছাই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে। বাছাই পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন করা হবে।
অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের সময়সূচি: বাছাই অলিম্পিয়াডের তারিখ: ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরি: সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রাইমারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
অংশগ্রহণের নিয়ম: অংশগ্রহণের জন্য https://online.matholympiad.org.bd লিংকে নিজ নিজ ৬ অঙ্কের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। নিবন্ধনের সময় যে ইমেইল ব্যবহার করা হয়েছে, সেই ইমেইলে লগইন-এর ইউজারনেম ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে। ইউজারনেম বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে সেই ইমেইল থেকে দেখে নেওয়া যেতে পারে অথবা প্রয়োজনে পাসওয়ার্ড রিসেট করা যেতে পারে। আমরা সকল ইমেইল support@matholympiad.org.bd ঠিকানা থেকে পাঠিয়েছি, তাই ইমেইল ইনবক্সে এই ঠিকানা লিখে খুঁজলে সহজেই পাওয়া যাবে। অলিম্পিয়াডের পূর্বে লগইন করলে “Participate in the Contest” বাটন দেখা যাবে। শুধুমাত্র নির্ধারিত সময়ে সেখানে ক্লিক করলে তোমার জন্য নির্ধারিত প্রশ্নটি দেখতে পারবে। কিন্তু অলিম্পিয়াডের নির্ধারিত সময়ের পূর্বে বা পরে ক্লিক করলে প্রশ্ন দেখা যাবে না। পরীক্ষা শুরুর বেশ কিছু সময় আগেই লগইন করার অনুরোধ করা হচ্ছে।
শুধুমাত্র যারা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২৩-এর জন্য রেজিস্ট্রেশন করেছো, তারাই বাছাই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। প্রস্তুতি প্রশ্নের ধরন ও অংশগ্রহণ পদ্ধতি সম্পর্কে জানতে https://online.matholympiad.org.bd/sample পাতাটি দেখার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য আগের বছরের প্রশ্নগুলো দেখা যেতে পারে https://matholympiad.org.bd/resources/all-questions পাতা থেকে। যোগাযোগ গণিত অলিম্পিয়াড সংক্রান্ত যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করা যাবে– (support@matholympiad.org.bd ) এই ইমেইল ঠিকানায়। ইমেইল পাঠানোর সময় অবশ্যই সেখানে নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, মোবাইল নম্বর, ইমেইল, শ্রেণি এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।

Post a Comment

أحدث أقدم