২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি সর্বশেষ বিজ্ঞপ্তি

২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি সর্বশেষ বিজ্ঞপ্তিসপ্তম (আন্ত-বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সহ) পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ০৯/০১/২০২৩ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১০/০১/২০২৩ তারিখ রাত ১১:৫৯ টার মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ০৯/০১/২০২৩ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১০/০১/২০২৩ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত। মূল কাগজপত্র জমাঃ ১০/০১/২০২৩ ও ১১/০১/২০২৩ তারিখ সকাল ০৯:০০ টা হতে সন্ধ্যা ৬:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে। ইতোমধ্যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হবার প্রয়োজন নাই। তবে University Migration নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। বিস্তারিত GST Admission Notice – এ। প্রাথমিক ভর্তি চলাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ (ক) আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। অন্য বিশ্ববিদ্যালয় গুলিতে আর কখনও ভর্তির জন্য বিবেচিত হবে না। (খ) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে GST গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। (গ) একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।

Post a Comment

أحدث أقدم