Dhaka University Admission Notice 2022-2023 (ঢাবি ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষ)

Dhaka University Admission Notice 2022-2023 (ঢাবি ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষের আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা শেষ হবে ১৩ মে। এবারের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে, যা এত দিন পাঁচটি ইউনিটের অধীন হয়ে এসেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ভর্তি পরীক্ষাকে এখন থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে অভিহিত করা হবে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় এসব বিষয় চূড়ান্ত হয়। গত বছরের প্রথম ভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন (২০২২-২৩) শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার ইউনিটগুলোর নাম হচ্ছে—বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সাধারণ ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার এ তারিখই চূড়ান্ত। আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে মিল রেখে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এখন থেকে এই পরীক্ষাকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা বলা হবে। তবে ডিগ্রির নাম (বিবিএ, বিএসএস, বিএ, বিএসসি) অপরিবর্তিত থাকবে।
Dhaka University Total Seats under Different Unit:
Units Name Available Seats
KA Unit / A Unit 1765
KHA Unit / B Unit 2363
GA Unit / C Unit 1250
GHA Unit / D Unit 1540
Cha Unit 135
How to apply Admission:
Student need to visit for Admission Application Form via online at admission.eis.du.ac.bd. Although, No other option to form fill for admission at Dhaka University. So, Admission.eis.du.ac.bd is the official site to apply for DU admission.
AT First Click Apply Button and put SSC Exam Roll and HSC Exam Roll, Passing Year and Board Name and Click Submit Button.
Secondly, Click Submit Button you will find your Details and Eligible Application Unit. Now Click Confirm Button.
Now give your scanned photo, personal mobile number and others information. And click confirm. To confirm your application you have to send a Message to 16321 number.
After send SMS, You will get a confirm SMS with 7 digit Confirmation Code. Then, give the code and click confirm. Then you will get a Pay Slip and complete your payment.

Post a Comment

أحدث أقدم