Online Verification Portal: Many countries and educational institutions offer an online certificate verification service. You may need to visit the respective education board or university's official website and look for a "Certificate Verification" section.
How to Register to MyGov
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেজ-এ যেতে হবে। এবার নির্ধারিত টেক্সট বক্সে নাম এবং মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে। এসময় আপনার মোবাইলে ৬ সংখ্যার OTP নম্বর টেক্সট হিসেবে যাবে। OTP ভেরিফিকেশন শেষ হলে পাসওয়ার্ড প্রদান করতে হবে। এক্ষেত্রে OTP নম্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অথবা নিজের মত পাসওয়ার্ড প্রদান করা যাবে। এভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে।
How to verify MyGov Profile
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেজ-এ যেতে হবে। এবার নির্ধারিত টেক্সট বক্সে নাম এবং মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে। এসময় আপনার মোবাইলে ৬ সংখ্যার OTP নম্বর টেক্সট হিসেবে যাবে। OTP ভেরিফিকেশন শেষ হলে পাসওয়ার্ড প্রদান করতে হবে। এক্ষেত্রে OTP নম্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অথবা নিজের মত পাসওয়ার্ড প্রদান করা যাবে। এভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে।
মাইগভ-এ কিভাবে লগইন করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর নাগরিক লগইন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেজ-এ যেতে হবে। এখানে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করে লগইন করুন বাটনে ক্লিক করে লগইন করা যাবে।
মাইগভ-এর সেবা সংক্রান্ত যে কোন জিজ্ঞাসার জন্য কিভাবে যোগাযোগ করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর হেল্পডেস্ক বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেজ-এ যেতে হবে। সেখান থেকে মাইগভ কল সেন্টার, প্রবাসী কল সেন্টার অথবা জাতীয় কল সেন্টারে কল করে সেবা সম্পর্কে জানতে পারেন।
মাইগভ এর মাধ্যমে কি কি সেবা দেয়া হয়ে থাকে? অথবা মাইগভ থেকে আমার কাঙ্ক্ষিত সেবা কিভাবে খুজে পাওয়া যাবে?
মাইগভ প্লাটফর্ম থেকে যেসকল সেবা প্রদান করা হয় তা কয়েকটি মাধ্যমে জেনে নেয়ার সুযোগ আছে। এজন্য প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর -
ক) অনুসন্ধান থেকে ভয়েস অথবা টেক্সট কমান্ডের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত সেবা খুজে নিতে পারবেন।
খ) সেবা খাতভিত্তিক অপশন হতে খাতওয়ারী সেবাসমূহ খুজে নেয়া যাবে।
গ) মন্ত্রণালয়/দপ্তরভিত্তিক অপশন হতে দপ্তরওয়ারী সেবাসমূহ খুজে নেয়া যাবে।
ঘ) সেবাগ্রহীতা অনুসারে অপশন হতে সেবা গ্রহীতার ধরণভিত্তিক সেবাসমূহ খুজে নেয়া যাবে।
মাইগভ প্লাটফর্ম থেকে কিভাবে সেবা পাওয়া যাবে বা মাইগভ থেকে কিভাবে সেবার আবেদন করা যাবে?
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেয়ে লগইন করতে হবে। অতঃপর সেবাটি খুজে নিয়ে সেবার নামের উপর ক্লিক করে সেবা সম্পর্কিত তথ্য দেখে নিতে হবে। তথ্য অনুযায়ী আবেদন দাখিলে প্রস্তুত থাকলে এই পেজ-এর আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন ফরমে যেতে হবে। সেখানে আবেদন ফরম পূরণ, সংশ্লিষ্ট সার্টিফিকেট সংযুক্তিতে আপলোড এবং পেমেন্ট সম্পন্ন করে আবেদন দাখিল করতে হবে। মোবাইলে প্রাপ্ত নোটিফিকেশন বা ব্যক্তিগত ড্যাশবোর্ড হতে সেবার কার্যক্রম সম্পন্ন হওয়া নিশ্চিত হলে ব্যক্তিগত ড্যাশবোর্ডের ট্র্যাকিং-এর ডাউনলোড অপশন হতে ডকুমেন্টটি ডাউনলোড করে নেয়া যাবে। এছাড়া -
ক) ভিডিও টিউটোরিয়াল থেকে সেবা গ্রহণ প্রক্রিয়া দেখে নেয়া যেতে পারে।
খ) কল সেন্টার হতে সহায়তা নেয়া যেতে পারে।
Apostille পদ্ধতিতে Online Certificate Verification
By -
December 10, 2024
0