FAQ on Apostille Verification in Bangladesh

you can buy book from rokomari Easily

Check your Questions is here or not? Regarding Apostille Verification in Bangladesh

Apostille initiative is a digital platform introduced by the Government of Bangladesh to streamline and modernize the authentication and legalization of public documents for international use
প্রশ্নঃ সনদ বা নম্বরপত্র একবার অ্যাপস্টিল করা আছে, বিদেশে অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হলে আবারও কি সনদ বা নম্বরপত্র অ্যাপস্টিল করতে হবে?
উত্তরঃ না, সনদ বা নম্বরপত্র অ্যাপস্টিল একবার করা থাকলে দ্বিতীয়বার করার প্রয়োজন নাই, QR Code সহ অ্যাপস্টিল সনদ বা নম্বরপত্র বিদেশে সকল বিশ্ববিদ্যালয়ে পাঠানো যাবে?
প্রশ্নঃ সনদ বা নম্বরপত্র অ্যাপস্টিল করতে কত টাকা ব্যাংক ড্রাফট/ পেমেন্ট করতে হবে?
উত্তরঃ সনদ বা নম্বরপত্র অ্যাপস্টিল করতে প্রতি পেজের জন্য ২০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে । যদি নম্বরপত্র এক পেজের হয় তাহলে ২০০ টাকা একাধিক পেজ হলে প্রতি পেজ ২০০ টাকা হিসেবে হিসাব করে মোট টাকা ব্যাংকে পেমেন্ট করতে হবে।
প্রশ্নঃ অ্যাপস্টিল সনদ একাধিক কপি কিভাবে পাব?
উত্তরঃ QR Code সম্বলিত অ্যাপস্টিল সনদ প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি করে নিলেই হবে।
মাইগভ-এ কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে?
উত্তরঃ প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেজ-এ যেতে হবে। এবার নির্ধারিত টেক্সট বক্সে নাম এবং মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে। এসময় আপনার মোবাইলে ৬ সংখ্যার OTP নম্বর টেক্সট হিসেবে যাবে। OTP ভেরিফিকেশন শেষ হলে পাসওয়ার্ড প্রদান করতে হবে। এক্ষেত্রে OTP নম্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অথবা নিজের মত পাসওয়ার্ড প্রদান করা যাবে। এভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে।
প্রশ্নঃ মাইগভ প্রোফাইল কিভাবে ভেরিফাই করা যাবে?
উত্তরঃ জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে মাইগভ-এর প্রোফাইল ভেরিফিকেশনের সুযোগ আছে। এজন্য প্রথমে প্রোফাইল থেকে ভেরিফাই করুন অপশনে যেতে হবে। প্লাটফর্ম ব্যবহারকারীর বয়স ১৮ বা তার অধিক হলে জাতীয় পরিচয়পত্র নম্বর / ১৮ এর নিচে হলে জন্মনিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে প্রোফাইল ভেরিফাই করা যাবে।
প্রশ্নঃ মাইগভ প্রোফাইলে কি তথ্য সংরক্ষণ করে রাখা যাবে?
উত্তরঃ ১। সেবার আবেদনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্ট প্রোফাইলে সংরক্ষণ করে রাখা যাবে। ২। সেবার আবেদনের সময় এ সকল তথ্য ও ডকুমেন্ট আপলোড না করেও পুনরায় ব্যবহার করা যাবে। ৩। একজন আবেদনকারী বিভিন্ন দপ্তরের কাছে করা সকল আবেদনের তথ্য ও সর্বশেষ অগ্রগতির অবস্থা প্রোফাইলে লগইন করার মাধ্যমে জানতে পারবেন। ৪। প্রোফাইলে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্ট সময়ে সময়ে পরিবর্তন করার মাধ্যমে হালনাগাদ রাখা যাবে। ৫। আবেদন ফরম নাগরিক প্রোফাইল থেকে তথ্য গ্রহণ করে অটোফিল করে নিবে ।
প্রশ্নঃ মাইগভ প্রোফাইলে কি ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে?
উত্তরঃ জ্বি। মাইগভ প্রোফাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে। এজন্য প্রোফাইলের ডকুমেন্টস অপশন হতে ডকুমেন্টস আপলোড অপশনে যেতে হবে। এবার ডকুমেন্টের ধরণ হতে কাঙ্ক্ষিত ডকুমেন্টটি বেছে নিতে হবে এবং ডকুমেন্ট আপলোড করুন অপশন হতে সংশ্লিষ্ট ডকুমেন্টটি আপলোড করে নিতে হবে। অতঃপর ডকুমেন্ট আপলোড বাটনে ক্লিকের মাধ্যমে ডকুমেন্টটি সংরক্ষণ করা যাবে।
প্রশ্নঃ মাইগভ প্রোফাইলে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্টস হতে কি সুবিধা পাওয়া যাবে?
উত্তরঃ মাইগভ প্লাটফর্মে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্টস আবেদনপত্র দাখিলের সময় স্বয়ংক্রিয়ভাবে আবেদনপত্রে যুক্ত হয়ে যাবে। এতে নতুন করে খুব সামান্য তথ্য ও ডকুমেন্টস যুক্ত করে আবেদন সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা যাবে।
প্রশ্নঃ সরকারি সেবা গ্রহণের জন্য মাইগভ অ্যাকাউন্ট কি বাধ্যতামূলক?
উত্তরঃ যে সকল সরকারি সেবা মাইগভ-এর মাধ্যমে প্রদান করা হচ্ছে সেগুলি গ্রহণের ক্ষেত্রে মাইগভ একাউন্ট-এর বাধ্যবাধকতা নির্ভর করে সেবা প্রদানকারী দপ্তরের চাহিদার উপর। অর্থাৎ সেবা প্রদানকারী দপ্তর সেবা গ্রহণের ক্ষেত্রে মাইগভ একাউন্ট বাধ্যতামূলক করলে সেবা গ্রহণের ক্ষেত্রে মাইগভ একাউন্টের প্রয়োজন হবে। অন্যথায় হবে না। তবে কিছু ক্ষেত্র ব্যতীত অধিকাংশ সেবার ক্ষেত্রেই মাইগভ একাউন্ট বাধ্যতামূলক করা হয়।
প্রশ্নঃ অ্যাপস্টিল সম্পন্নের পর আমি কিভাবে আমার অ্যাপস্টিল সার্টিফিকেট পাব?
উত্তরঃ আপনি আপনার মাইগভ একাউন্টের ড্যাশবোর্ডে অ্যাপস্টিল সার্টিফিকেটের সফট কপি এবং প্রিন্ট করার পর হার্ড কপিতে QR Code স্ক্যান করে সাক্ষরকৃত সার্টিফিকেট দেখতে পারবেন, যা আপনি আপনার প্রয়োজনীয় যেকোন জায়গায় ব্যবহার করতে পারবেন।
QR Code সম্বলিত অ্যাপস্টিল কপিতে স্ক্যান করলেই সাক্ষরকৃত সার্টিফিকেট পাবেন। QR Code সহ কপিই আপনার অ্যাপস্টিল সার্টিফিকেট।
প্রশ্নঃ আবেদনকারী বিভিন্ন ডিগ্রির সত্যয়ন কি একই আবেদনে করতে পারবে?
উত্তরঃ না, আবেদনকারীকে ভিন্ন ভিন্ন ডিগ্রির সত্যয়নের ক্ষেত্রে আলাদাভাবে আবেদন করতে হবে এবং আলাদা পেমেন্ট সম্পন্ন করতে ।
প্রশ্নঃ ফি সংক্রান্ত সেবার জন্য কোথায় যোগাযোগ করব?
উত্তরঃ হেল্প ডেস্কের +৮৮০৯৬৬৬৭০৩৩৩১ কল করে ফি সংক্রান্ত সেবা এবং তথ্য সংক্রান্ত সেবা জাতীয় কল সেন্টার 333-0-2 পাবেন।
প্রশ্নঃ আবেদনকারী আবেদন Save/ সংরক্ষণ করলেই কি অ্যাপস্টিল কার্যক্রম শুরু হয়?
উত্তরঃ না, কেবলমাত্র আবেদন Submit/দাখিল করলেই সেটির অ্যাপস্টিল কার্যক্রম শুরু হয়। সুতরাং যদি কেউ বলে সে কিছুদিন আগে আবেদন করেছে কিন্তু এখনো ভেরিফাই হয়নি, তখন তাঁকে আগে নিশ্চিত হতে হবে, প্রকৃতপক্ষে তাঁর আবেদন দাখিল হয়েছে কিনা? যা একজন আবেদনকারী https://www.mygov.bd/ গিয়ে আবেদনের সর্বশেষ অবস্থা বাটনে ক্লিক করে আবেদনের অবস্থা জানতে পারবে।
প্রশ্নঃ সংরক্ষণ করে রাখা আবেদন কিভাবে দাখিল করব?
উত্তরঃ আবেদনকারী তাঁর ড্যাশবোর্ডে গিয়ে সংশোধন বাটনে ক্লিক করে ফর্মের নিচের দিকে গিয়ে তার আবেদনটি দাখিল করতে পারবে। বা সংশোধনে এ ক্লিক করে প্রয়োজনীয় সংশোধন করে সাবমিট করুন।
প্রশ্নঃ আবেদনকারী আবেদন করার সময় আপলোড বা সংযুক্তি ফাইল কোন ধরণের হবে?
উত্তরঃ আপলোড বা সংযুক্তি ফাইল JPEG, JPG বা PNG ফরম্যাটে হতে হবে ।
প্রশ্নঃ আবেদনকারী আবেদন করার সময় আপলোড বা সংযুক্তি ফাইলের সাইজ সর্বোচ্চ কত হতে পারবে?
উত্তরঃ আপলোড বা সংযুক্তি ফাইলের সাইজ সর্বোচ্চ 2MB হতে পারবে
প্রশ্নঃ আবেদনকারীর আবেদন কোন অবস্থায় সেটা কিভাবে জানতে পারবে?
উত্তরঃ https://www.mygov.bd/ গিয়ে আবেদনের সর্বশেষ অবস্থা বাটনে ক্লিক করে আবেদনের অবস্থা জানতে পারবে। এছাড়াও আপনি আপনার প্রোফাইলে ঢুকলে আপনার করা আবেদন নাম্বার সর্বশেষ অবস্থা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে/ অথবা সংরক্ষণ করা হয়েছে দেখতে পাবেন। যদি সংরক্ষণ করা হয়েছে লেখা থাকে তবে, আবেদনটি এখনও দপ্তরে জমা হয়নি। সুতরাং দ্রুত এডিটে গিয়ে সেভ করে Submit করুন।

প্রশ্নঃ শিক্ষার্থীরা সাপোর্ট সেন্টারে কিভাবে যোগাযোগ করবে?
উত্তরঃ +8809678785786 নম্বরে যোগাযোগ করে শিক্ষার্থীরা তাদের সমস্যা জানাতে পারবে।
What is an Apostille?
An Apostille (pronounced “ah-po-steel”) is a French word meaning certification. An Apostille is simply the name for a specialized certificate, issued by the Secretary of State. The Apostille is attached to your original document to verify it is legitimate and authentic so it will be accepted in one of the other countries who are members of the Hague Apostille Convention.
When does Bangladesh join the Apostille Convention?
Bangladesh joined the Apostille Convention on July 29, 2024.
What is an Attestation?
Attestation refers to the classic method of verifying the authenticity of a document by having a witness physically present when it is signed, who then also signs the document to confirm that they saw the signature being made, essentially acting as a guarantor of the document’s legitimacy; this is often associated with legal procedures like notarization where a notary public acts as the attesting witness.
Why do I need an Apostille/Attestation?
An Apostille/Attestation is required to authenticate documents for use in a foreign country that is a member of the Hague Apostille Convention. It verifies the authenticity of a public document so that it is recognized as legally valid abroad. For countries not in this treaty, a different certification process called “Legalization” is used, typically involving consulates or embassies.
How much time it takes to complete the whole MoFA Apostille process in Bangladesh?
It takes around 3-5 work days to complete the whole MoFA Apostille process in Bangladesh.
Shall I need to share any supporting documents to get the Apostille process done in Bangladesh?
Yes, sharing of relevant supporting documents could expedite the whole Apostille process.
What is the next step after MoFA Apostille done?
After obtaining an Apostille from the Ministry of Foreign Affairs (MoFA) in Bangladesh, the document is ready for use in any other member country of the Apostille Convention. Again, it is ready for further authentication process, also called as Double legalization or Superlegalization.
Can I apply for all the certificate in one application?
No You have to apply separte application for each certificate or each document(Example: SSC certificate, SSC marks sheet, HSC certificate, HSC marksheet, here the citizen/ student have to apply separately )
How much fee I have to pay for each application?
For Each Page you have to pay 200 Taka.
বিদেশগামী শিক্ষার্থীদের এস.এস.সি সার্টিফিকেট (মূল/সাময়িক) /একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যয়নের আবেদন Link

বিদেশগামী শিক্ষার্থীদের এইচ.এস.সি সার্টিফিকেট (মূল/সাময়িক) /একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যয়নের আবেদন Link

Post a Comment