কেন্দ্র স্থাপনের আবেদন, স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা
২০২১ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। ১ জুন থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষা তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।
রুয়েট-চুয়েট-কুয়েটে ভর্তি পরীক্ষা: যোগ্যদের তালিকা প্রকাশ
সমন্বিত ভর্তি পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে।
https://www.admissionckruet.ac.bd/ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তালিকা। মোট ২৫ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী এবার তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট-কুয়েট-রুয়েট) সমন্বিত ভর্তি পরীক্ষায় বসতে পারবেন।
বুয়েটে ভর্তি আবেদনের সময় বাড়ল:
আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার শেষ সময় ৩ মে বিকেল তিনটা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষা হবে অনলাইনে :
চতুর্থ বর্ষের ভাইভা (মৌখিক পরীক্ষা) অনলাইনে অনুষ্ঠিত হবে। শিগগির মৌখিক পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) জানিয়ে দেওয়া হবে।
কৃষিগুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ : দেশের সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছপদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কৃষিগুচ্ছের অধীনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে আগামী ২ মে থেকে। আবেদন শেষ হবে আগামী ১০ জুন।
ডেন্টাল ভর্তি পরীক্ষা ১১ জুন : করোনা ভাইরাসের কারণে ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন: সময় বাড়ল, কমল পয়েন্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ ক্যাম্পাসলাইভকে বলেন, গুচ্ছ ভর্তির আবেদন ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও সময় আবার বাড়ানো হয়েছে।
তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদন কমে গেছে। এ কারণে গুচ্ছ ভর্তিতে মানবিকে ও বাণিজ্যে এসএসসি ও এইচএসসি মিলে মোট ৭ পয়েন্ট চাওয়া হলেও দুই বিভাগ থেকে এ পয়েন্ট কমিয়ে ৬ করা হয়েছে। ফলে দুই পরীক্ষায় ৬ পয়েন্ট থাকলে তারা আবেদনের জন্য যোগ্য হবে। ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে ৬ পয়েন্টধারী শিক্ষার্থীরা ঠিক কবে থেকে আবেদন করার সুযোগ পাবেন তা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
Post a Comment
0Comments
BUET Admission
BUET ADMIT CARD DOWNLOAD LINK
The Bangladesh University of Engineering and Technology (BUET) is one of the most prestigious institutions for higher e…
By -Md. Abdur Rahman
January 14, 2025
3/related/default