বাংলা-১৩+২
১। শব্দার্থসহ বাক্য তৈরি করঃ ০৮
ঢালু, নাওয়া, ভাপ, অঞ্চল
২। পরের চরণ লেখঃ । ০২
ক) চিকচিক করে বালি, কোথা নাই কাদা, _______________________________
খ) দুই কুলে বনে বনে পড়ে যায় সাড়া, _______________________________
৩। প্রশ্নগুলোর উত্তর দাওঃ ০৩
ক) বাঁকে বাঁকে কী বয়ে চলে?
খ) কখন নদী পানিতে ভরে যায়?
গ) ভাপা পিঠা বানাতে কী কী লাগে?
সময়ঃ ১৫ মিনিট
1. Answer the following questions (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ): 05
A) Which is the first day of the week? a) Saturday b) Sunday, c) Friday
B) Bill in the blanks: On Wednesday, Rima _____ the seed again.
2. Write the meaningful sentences of the following words ( নিচের শব্দগুলো দিয়ে অর্থ পূর্ণ বাক্য লেখ): 04
Today, Wait, Water, Plant, Violet
3. Answer to the questions (প্রশ্নগুলোর উত্তর দাও):04
a) What does Rima’s father give her?
b) Where does Rima put the seed?
সময়ঃ ২০ মিনিট
১। ভাগ করঃ ০৩
ক) ৭)৮৪(
খ) ৫)১০৫(
গ) ৮)৪৩২(
৩। ৬৪টি লজেন্স চারজন কে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? ০৫
৪। একজনের ১৮টি বিস্কিট আছে। যদি সে একদিনে ৩টি বিস্কিট খায়, তবে সে কতদিনে বিস্কিট গুলো শেষ করবে? ০৫