আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২৪-২০২৫ । আজ থেকেই ট্র্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে - JUST Online Income Tips and Tricks, With One Click Solution of BD Education, Scholarship and Jobs
  • বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে GST চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা

    JUST Online Income Tips and Tricks, With One Click Solution of BD Education, Scholarship  and Jobs

    Bismillahir Rahmanir Rahim, Asalamuwalaikum and Welcome to Blog. Just Single Click is a online service related blog or website for Bangladeshi students and job seekers where we tried to integrate multiple types of services and links that is inevitable for students who are studying schools, colleges, universities as well as Bangladeshi job seeker. All readers can get information regarding online income tips from this website.

    Tuesday, September 10, 2024

    আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২৪-২০২৫ । আজ থেকেই ট্র্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে

    টিআইএন আছে অথবা এ পর্যন্ত এখনও আয়কর রিটার্ন জমা দেননি প্রথম বার ট্যাক্স দিবেন তারা জরিমানা ছাড়াই দিতে পারবেন– আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২৪-২০২৫ এখনও জারিমানা ছাড়া রিটার্ন জমা দেওয়া যাবে? – হ্যাঁ। নতুন আয়কর আইন ২০২৩ অনুযায়ী, কর দিবস–পরবর্তী যেকোনো সময় করদাতা রিটার্ন দাখিল করতে পারবেন। আইনে উপ–কর কমিশনারকে প্রদেয় করের ওপর ১০ শতাংশ হারে জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। জরিমানা সর্বনিম্ন এক হাজার টাকা প্রদান করতে হবে। কর কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনে প্রতিদিনের জন্য ৫০ টাকা করে জরিমানা আরোপ করতে পারবেন। আয়কর রিটার্ন জমা দিচ্ছেন কিন্তু আরোপযোগ্য কর হয়নি, এমন করদাতাদের সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা যাবে। দেশে বর্তমানে প্রায় ৯৯ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। এ বছর তাঁদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ লাখ ৪০ হাজার ৪০৬ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এ বছর রিটার্ন বাবদ কর পাওয়া গেছে ৫ হাজার ৭৯৯ কোটি টাকা। এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষ টিনধারী রিটার্ন জমা দেয়নি। আয়কর রিটার্ন দাখিলের সময় ২০২৩-২০২৪ । ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে কি? অনেক আগে টিন খুলেছিলেন কিন্তু কপি নেই? ভয়ের কিছু নেই। সংশ্লিষ্ট কর অফিসে গেলে এনআইডি অথবা মোবাইল নম্বর দিয়ে টিন নম্বর এবং টিন সার্টিফিকেট বের করা যাবে। এছাড়াও অনলাইনে মোবাইল নম্বর এবং এনআইডি’র তথ্য দিয়ে টিন সার্টিফিকেট বের করা যায়। অনেক আগে খুলে নাম্বার হারিয়ে ফেলেছি। রিটার্ন সাবমিট করা হয় নাই কখনো। ৫ বছরের মত হবে। আমি কি রিটার্ন দাখিল করবো? কখনও রিটার্ন সাবমিট না করলে নিতান্তই প্রয়োজন না হলে রিটার্ন দেওয়ার দরকার নাই কারণ আপনাকে শুধুমাত্র কর সীমার মধ্য পড়লেই রিটার্ন সাবমিট বাধ্যতামূলক। আপনি আয় যদি করযোগ্য সীমার মধ্যে না হয় অথবা আপনি বাধ্যতামূলক রিটার্ন জমাকারী হিসেবে পরিগণিত না হউন তবে সখ করে রিটার্ন জমা দেওয়ার দরকার নেই। রিটার্ন জমা নিয়ম ২০২৪ /প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হয়। চলতি বছর ৩০ নভেম্বর শেষ তারিখ ছিল। পরবর্তীতে সময় বৃদ্ধি করে ৩১ জানুয়ারি করা হয়। সে সময়ও শেষ। বর্তমানে অনলাইনে দাখিল করা যাবে না। তাহলে উপায়? ম্যানুয়ারী জমা দিতে হবে।

    No comments:

    Post a Comment

    আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২৪-২০২৫ । আজ থেকেই ট্র্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে

    টিআইএন আছে অথবা এ পর্যন্ত এখনও আয়কর রিটার্ন জমা দেননি প্রথম বার ট্যাক্স দিবেন তারা জরিমানা ছাড়াই দিতে পারবেন– আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০...

    Fashion

    Beauty

    Travel