Certificate Attestation Services in Bangladesh: (A Step by Step Guideline)

The e-Apostille initiative is a digital platform introduced by the Government of Bangladesh to streamline and modernize the authentication and legalization of public documents for international use. With Bangladesh joining the Apostille Convention on 29 July 2024, the country offers a secure, fully digital system for apostillizing documents. The system is designed to reduce administrative burdens and enhance security.
Apply Apostille
Key Features Completely Digital Process: From submission to authentication, all steps are done online.
End-to-End Encryption: Ensures data security and prevents tampering.
National Database Integration: Verification directly from government sources.
Time and Cost Efficiency: Process completed within five days.
Secure Verification Measures: Multiple levels of verification ensure authenticity.
Steps to Apostille Certificate are as follows: Registration
১। মাইগভ-এ কিভাবে রেজিস্ট্রেশন
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেজ-এ যেতে হবে। এবার নির্ধারিত টেক্সট বক্সে নাম এবং মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে। এসময় আপনার মোবাইলে ৬ সংখ্যার OTP নম্বর টেক্সট হিসেবে যাবে। OTP ভেরিফিকেশন শেষ হলে পাসওয়ার্ড প্রদান করতে হবে। এক্ষেত্রে OTP নম্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অথবা নিজের মত পাসওয়ার্ড প্রদান করা যাবে। এভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে।
২। মাইগভ প্রোফাইল কিভাবে ভেরিফাই করা
জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে মাইগভ-এর প্রোফাইল ভেরিফিকেশনের সুযোগ আছে। এজন্য প্রথমে প্রোফাইল থেকে ভেরিফাই করুন অপশনে যেতে হবে। প্লাটফর্ম ব্যবহারকারীর বয়স ১৮ বা তার অধিক হলে জাতীয় পরিচয়পত্র নম্বর / ১৮ এর নিচে হলে জন্মনিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে প্রোফাইল ভেরিফাই করা যাবে।
৩। প্রোফাইলে কি ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা
মাইগভ প্রোফাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস সংরক্ষণ করে রাখা যাবে। এজন্য প্রোফাইলের ডকুমেন্টস অপশন হতে ডকুমেন্টস আপলোড অপশনে যেতে হবে। এবার ডকুমেন্টের ধরণ হতে কাঙ্ক্ষিত ডকুমেন্টটি বেছে নিতে হবে এবং ডকুমেন্ট আপলোড করুন অপশন হতে সংশ্লিষ্ট ডকুমেন্টটি আপলোড করে নিতে হবে। অতঃপর ডকুমেন্ট আপলোড বাটনে ক্লিকের মাধ্যমে ডকুমেন্টটি সংরক্ষণ করা যাবে।
৪। মাইগভ থেকে কিভাবে সেবার আবেদন করা
প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেয়ে লগইন করতে হবে। অতঃপর সেবাটি খুজে নিয়ে সেবার নামের উপর ক্লিক করে সেবা সম্পর্কিত তথ্য দেখে নিতে হবে। তথ্য অনুযায়ী আবেদন দাখিলে প্রস্তুত থাকলে এই পেজ-এর আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন ফরমে যেতে হবে। সেখানে আবেদন ফরম পূরণ, সংশ্লিষ্ট সার্টিফিকেট সংযুক্তিতে আপলোড এবং পেমেন্ট সম্পন্ন করে আবেদন দাখিল করতে হবে। মোবাইলে প্রাপ্ত নোটিফিকেশন বা ব্যক্তিগত ড্যাশবোর্ড হতে সেবার কার্যক্রম সম্পন্ন হওয়া নিশ্চিত হলে ব্যক্তিগত ড্যাশবোর্ডের ট্র্যাকিং-এর ডাউনলোড অপশন হতে ডকুমেন্টটি ডাউনলোড করে নেয়া যাবে। এছাড়া - ক) ভিডিও টিউটোরিয়াল থেকে সেবা গ্রহণ প্রক্রিয়া দেখে নেয়া যেতে পারে। খ) কল সেন্টার হতে সহায়তা নেয়া যেতে পারে।
মাইগভ-এ কিভাবে পেমেন্ট করতে হবে?
মাইগভ-এ পেমেন্ট কিভাবে করতে হবে সেটি নির্ভর করবে কখন পেমেন্ট করতে হবে তার উপর - ক) যদি আবেদন দাখিল করার সময় পেমেন্ট করতে হয়, তবে আবেদনের একেবারে নিচে পেমেন্ট করুন বাটনে ক্লিক করে সোনালী পে হতে সুবিধামত মেথড ব্যবহার করে পেমেন্ট করা যাবে। খ) যদি সেবা প্রক্রিয়া করণের কোন ধাপে পেমেন্ট করতে হয়, তবে পেমেন্ট করার জন্য মোবাইলে মেসেজ আসবে। অতঃপর মাইগভ-এর ব্যক্তিগত ড্যাশবোর্ড হতে সেবার উপর ক্লিক করে আবেদনের বিস্তারিত পেজ-এ যেতে হবে। অতঃপর পেমেন্ট করুন বাটনে ক্লিক করে সোনালী পে হতে সুবিধামত মেথড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।
৫। মাইগভ-এ আবেদনের অগ্রগতি কিভাবে জানবো?
মাইগভ প্লাটফর্মের মাধ্যমে কোন আবেদন দাখিল করা হলে সেই আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য প্রথমে www.mygov.bd পোর্টাল অথবা myGov এ্যাপ-এ যেতে হবে। অতঃপর ২টি মাধ্যম ব্যবহার করা যেতে পারে – ক) আবেদনের সর্বশেষ অবস্থা অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর ও আবেদন দাখিলের সময় এসএমএস-এর মাধ্যমে প্রাপ্ত ট্রাকিং নম্বর লিখে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। অথবা খ) আপনার নামের আইকন থেকে ব্যক্তিগত ড্যাশবোর্ডে প্রবেশ করুন। অতঃপর সেবাটি খুজে সেটির উপর ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।

You can see the latest status of your application and Then You just have to download the Digital Copy of Apostille document which is a Document with a QR Code.
How to get the Digital copy of my Approved copy of my Apostille Certificate?
QR Code Verification
The e-Apostille document will contain a unique verification number or QR code, which is present on the e-Apostille certificate. By scanning the QR code, you can verify whether it was authenticated by the Ministry of Foreign Affairs, Bangladesh. Additionally, you can check which documents were authenticated using that particular QR code.

Post a Comment

Previous Post Next Post