Bangladesh Junior Science Olympiad 2025 Registration Ongoing

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর রেজিস্ট্রেশন চলছে।

How to Register for BDJSO?
Steps to Register in BDJSO
Steps for New User: Visit BDJSO then
If you are applying for first time in BDJSO then Click the Registration Button
After that Fill up the form with all Information and then Tick (I hereby confirm that the information provided herein is accurate) and then
click on the Complete Registration Button, Done,
You should get a confirmation message
(অভিনন্দন, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৫) -এ আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে।)

Steps for Old User: If you have Applied Before in BDJSO then you can click on Login Button then input your user id and passowrd and update the information (the present class you are studying) and then Submit. You should get a confirmation message
(অভিনন্দন, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৫) -এ আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে।)

What is the Last date of Registration?
Registration Deadline:27 July 2025
কারা অংশ নিতে পারবে ?
নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশনকারীরা অংশ নিতে পারবে।
৩য় শ্রেণি - এসএসসি-২৫ এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী।
(একাদশ শ্রেণির শর্ত: জন্ম তারিখ ১ জানুয়ারি ২০১০ বা তার পর হতে হবে।)
জাতীয় পর্বের বিজয়ীরা অংশ নেবে ১১তম বিডিজেএসও ন্যাশনাল ক্যাম্পে।
ক্যাম্প টেস্ট ও টিম সিলেকশন টেস্ট থেকে নির্বাচিত সেরা ৬ জনের বাংলাদেশ দল অংশগ্রহণ করবে রাশিয়ায় আয়োজিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে।
প্রশ্নের বিষয়বলি
৩টি ক্যাটাগরির জন্য আঞ্চলিক পর্বে ভিন্ন ভিন্ন প্রশ্ন সেট করা হবে।
আঞ্চলিক পর্বে প্রতি ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এই বিষয়েগুলো নিয়ে সর্বমোট ১২ থেকে ২০টি প্রশ্ন থাকতে পারে যার মধ্যে সংক্ষিপ্ত বা বিশ্লেষণ মূলক উভয় ধরনের প্রশ্নই থাকতে পারে।
জাতীয় পর্বে প্রতি ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এই বিষয়েগুলো নিয়ে আইজেএসও এর ফরম্যাটে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উদ্দীপকসহ বিশ্লেষণীমূলক উভয় প্রশ্নই থাকবে।
জাতীয় পর্বের প্রশ্নের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান একই প্রশ্নের মধ্যে মিলিত ভাবে থাকতে পারে এবং আলাদা ভাবে বলে দেয়া হবেনা।
প্রাইমারির ক্যাটাগরির (৩য়-৫ম শ্রেণির) প্রশ্ন প্রাইমারি বইয়ের বিষয়ের থেকে করা হবে।
প্রস্তুতি সম্পর্কে আরো জানতে ভিজিট করো: https://bdjso.org/preparation/<br> বিগত বছরের প্রশ্ন দেখতে ভিজিট করুন: https://bdjso.org/old-question/ বিগত বছরের আইজেএসও প্রশ্ন দেখতে ভিজিট করুন: https://www.ijsoweb.org/downloads
প্রশ্নের ধরন
৪টি ক্যাটাগরিতেই ২ ধরনের প্রশ্ন থাকবে। তাই উত্তর করতে হবে ২টি পদ্ধতিতে যথা:
সঠিক উত্তর নির্বাচন করে।
নির্ধারিত বক্সে সঠিক উত্তর লিখে।
প্রশ্নের ভাষা
প্রশ্ন দুটি ভাষায় করা হবে। যথা:
১. বাংলা
২. ইংরেজি
কয়টি ধাপে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে?
২টি ধাপে এবারের বিডিজেএসও অনুষ্ঠিত হবে।
সারাদেশের আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে
BDJSO
BDJSO

Post a Comment

Previous Post Next Post