ইসলামের পয়গম্বর হযরত আদম (আঃ) এর জীবনের ঘটনা

বিসমিল্লাহির রহমানির রহীম (Bismillahir Rahmanir Rahim)


হযরত আদম (আঃ)ঃ
ইসলাম ধর্ম মোতাবেক হযরত আদম (আঃ) আল্লাহর সৃষ্ট প্রথম মানব। পবিত্র কুরআনের বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছেন তখন ফেরেশতারা বলল, ‘‘আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি? তখন আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি জানি, যা তোমরা জান না।”
আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন। তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেন। হাওয়াকে সৃষ্টি করা হয় আদম (আঃ)এর পাঁজর থেকে। সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেশত বা জান্নাতে । মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা তাই আল্লাহ ফেরেশতাকুলকে আদেশ করেন আদমকে সিজদা করার জন্য। ইবলিশ ব্যতীত সকল ফেরেশতা এই আদেশ প্রতিপালন করেন।
বেহেশত থেকে বিতাড়নঃ
সৃষ্টির পর আদম (আঃ) ও হাওয়া (আঃ)এর অবস্থান ছিল বেহেশতে। সেখানে তাদের জন্য গন্দম ফল খাওয়া নিষিদ্ধ ছিল। শয়তানের প্ররোচনায় আদম (আঃ) এবং হাওয়া (আঃ) উভয়ই গন্দম ফল খেয়ে ফেলেন। এর শাস্তিস্বরূপ আল্লাহ তাদের বেহেশত থেকে বিতাড়ন করেন এবং শাস্তিস্বরূপ তাদের পৃথিবীতে নামিয়ে দেন। আদম (আঃ)এবং হাওয়া (আঃ) পৃথিবীর ভিন্ন দুটি স্থানে অবতরণ করেন। আদম অবতরণ করেন সিংহলে আর হাওয়া অবতরণ করেন হিজাযে। দীর্ঘদিন পর আরবের আরাফাত নামক প্রান্তরে তারা একত্রিত হন।

Post a Comment

أحدث أقدم