GST A and B ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

GST A ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত GST A ও B ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল জানতে  Login করুন।
N.B.:পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে পরীক্ষায় প্রাপ্ত ফলাফল পুন:নিরিক্ষার জন্য আবেদন করতে পারবে। আগামী ২০ আগস্ট ২০২২ তারিখ ‘C’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এই আবেদনের প্রক্রিয়া GST এর ওয়েবসাইটে জানানো হবে। এছাড়া GST গুচ্ছভূক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার সময়সূচী এবং প্রক্রিয়াও ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা `
পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী
১) পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ১১:৩০ মিনিটের মধ্যে স্ব স্ব কেন্দ্রে নিজস্ব আসনে বসতে হবে। পরীক্ষার্থীরা রােল নম্বর ও ছবি সম্বলিত সিট ট্যাগ দেখে নিজ নিজ আসনে বসবে।
২) পরীক্ষার্থীরা কোন অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড বা ব্লুটুথ ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
৩) পরীক্ষাটি ১ (এক) ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে (দুপুর ১২:০০টা হতে বেলা ১:০০টা পর্যন্ত)।
৪) উত্তরপত্র (OMR Sheet) পাওয়ার পর উপরের অংশে পরীক্ষার্থীকে তার নাম বাংলা ও ইংরেজিতে এবং মাতা ও পিতার নাম সুস্পষ্টভাবে ইংরেজিতে লিখে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। প্রবেশপত্র, উত্তরপত্র এবং Attendance Sheet-এর স্বাক্ষর অবশ্যই এক হতে হবে। প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্দিষ্ট জায়গায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে।
৫) প্রশ্ন পাওয়ার পর পরীক্ষার্থীকে OMR Sheet-এ সর্বপ্রথম সেট কোড লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
৬) রোল নম্বর ও সেট কোড এ কোন প্রকার ঘষামাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৭) পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীর কাছ থেকে OMR Sheet সংগ্রহ করার পর নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে অবস্থান করবে।
৮) প্রশ্ন উভয় পৃষ্ঠায় স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না নিশ্চিত হতে হবে। উভয় পৃষ্ঠায় না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে অবহিত করতে হবে।
৯) পরিদর্শক উত্তরপত্র ও প্রবেশপত্রে ছবির উপর স্বাক্ষর করেছেন কি না পরীক্ষার কক্ষ ত্যাগ করার পূর্বে নিশ্চিত হতে হবে।

Post a Comment

أحدث أقدم