ব্যক্টেরিয়ার কারণে সাধারণত আমাশয় হয়। ফলে এই সময় বাচ্চারা হাত, কাপড় ও অন্য কিছু মুখে দিতে পারে। মূলত যে পাত্র দিয়ে শিশুকে খাওয়ানো হয় সেখান থেকেই ব্যক্টেরিয়া পেটে ঢোকার সম্ভাবনা বেশি। আমাশয় হলে তরল জাতীয় খাবার (স্যালাইন, ডাবের পানি, ভাতের মাড়) খাওয়াতে হবে। বাসায় তৈরি স্যালাইন তৈরি করে দিতে পারেন। ২-৩ চামচ করে প্রতিবার পায়খানার পরে দিলে ভাল হয়। শিশু স্যুপ, ভাতের মাড়, ডাবের পানি খাওয়ালে বাচ্চার ক্যালরি পূরণ হবে। সলিড খাবারের ক্ষেত্রে, জাও ভাত, ন্যাস পটেটো, কলা, আপেল, ও ডিমের সাদা অংশ দেওয়া যেতে পারে।
৮ মাস বয়সে শিশুর আমাশয় এর কারণ প্রতিকার ও করণীয়ঃ Dr. Ahmed Nazmul Anam | Kids and mom
Md. Abdur Rahman
0
إرسال تعليق