GST প্রাথমিক ভর্তি চলাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষ্যনীয়

GST প্রাথমিক ভর্তি চলাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষ্যনীয়২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রথম পর্যায় প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ০৭/১১/২০২২ তারিখ হতে ১১/১১/২০২২ তারিখের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১১/১১/২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত। মূল কাগজপত্র জমাঃ ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১২/১১/২০২২ তারিখ বিকাল ০৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। প্রাথমিক ভর্তি চলাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ (ক) এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে বিভাগসহ প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও আবেদনকারী যদি যে কোনো একটিতে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে পরবর্তীতে GST- গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। (খ) প্রাথমিক ভর্তি ফি পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। (গ) কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। (ঘ) প্রাথমিক ভর্তির কোন এক সময় Subject Migration Stop বা University Migration Stop অথবা উভয়টি একবার সম্পন্ন করলে পরবর্তীতে তা আর বাতিল করার কোন সুযোগ নাই। নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে যে কোন মাইগ্রেশন স্টপ সম্পন্ন করা প্রয়োজন। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ প্রদত্ত। For More Details Click Here

Post a Comment

أحدث أقدم