HSC-2023 RESULT Checking SYSTEM FOR Individual Candidate

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী (০৮/০২/২০২৩) তারিখ বুধবার প্রকাশিত হবে।এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বুধবার প্রকাশিত হবে। বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে।
রেজাল্ট জানুন এখানে অথবা ক্লিক করুন HSC Result
কীভাবে ফলাফল সংগ্রহ করা যাবে, তা গতকাল সোমবার জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এ ছাড়া ফলাফল প্রকাশের পর খুদে বার্তার মাধ্যমেও জানা যাবে।
এ জন্য প্রথমে HSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল, বছর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলাফলও একইভাবে জানা যাবে। শুধু বোর্ডের নাম পরিবর্তন করতে হবে।
বুধবার সকাল ১০টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। তখন তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
Steps to Get HSC-2023 RESULT CHECKING SYSTEM FOR INDIVIDUAL CANDIDATE
Using Mobile:
How to know the HSC result 2023 via SMS?
To get the general education board result on mobile –
write hsc and write the first three letters of the board with space
and then write the roll number with space again.
After that,
you will have to write the year again with space
and send an SMS to 16222.
The result can be found in the return SMS.

HSC Board 3rd Letter Roll Number and Sent to 16222 Number.
Example: Type in HSC DHA 3455443 2021 and send an SMS to 16222.
Using Web: From the Web Visit 1. Choose Examination HSC/Alim or Equivalent
2. Choose Year 2023
3. Choose Board Your Desired Board Name From the Dropdown
4. Choose Result Type Individual
5. Choose Your HSC Roll Number
6. Choose your Registration Number
7. Web Based Result_4_Digit_Security_Code
8. Click Get Result Button.

Post a Comment

أحدث أقدم