Application for GST Admission 2023 with Subject Choice

Application for GST Admission 2023 with Subject Choice Schedule 20-06-23 to 27-06-23
GST গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের অবশ্যই ২৭/০৬/২০২৩ তারিখ রাত ১১:৫৯ টার মধ্যে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।

২০/০৬/২০২৩ তারিখ হতে ২৭/০৬/২০২৩ তারিখ রাত ১১:৫৯ টার মধ্যে GST গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।
বিশেষায়িত বিষয়সমূহ যেমন- আর্কিটেকচার, চারুকলা, সংগীত ইত্যাদি বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নাই।
বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে।
সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসাবে ৩০০ টাকা যুক্ত হবে।
বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
gst-subject choice

Post a Comment

أحدث أقدم