আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের Section Round ও Participation Certificate ইমেইলে পাঠানো হয়েছে। চেক করুন ও সংরক্ষণ করুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া
অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য প্রথমে online.bdjso.org ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
বিডিজেএসও ২০২৩ এর রেজিস্ট্রেশন ও প্রথম বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের যেকোনো অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করতে পারবে।
English Medium, English Version ও বাংলা মাধ্যম উভয় মাধ্যমের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে।
আগস্ট ৮, ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
অংশগ্রহণকারীরা যেকোনো স্থান থেকে ইন্টারনেট-সম্বলিত ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে এমন ডিজিটাল ডিভাইসে (স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ কম্পিউটার) অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন করতে পারবে।
ক্যাটাগরি
অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে; যথাক্রমে
প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান),
জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান),
সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি, এসএসসি ২০২৩ পরীক্ষার্থী)
বিশেষ (একাদশ ও দ্বাদশ শ্রেণির যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৮ তারিখ বা তার পর)
* ২০২৩ সালে শিক্ষার্থীরা যে শ্রেণিতে আছে, সে অনুযায়ী তার ক্যাটাগরি নির্ধারিত হবে।
* বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের জন্য এই নিয়ম প্রযোজ্য।
কারা অংশ নিতে পারবে?
৩য়-১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও ১১শ-১২শ শ্রেণির সেই শিক্ষার্থীরা যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৮ বা তারপর, তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশনকারীরা অংশ নিতে পারবে।
প্রশ্নের বিষয়বলি
৪টি ক্যাটাগরির জন্য অনলাইন বাছাই পর্বে ভিন্ন ভিন্ন প্রশ্ন সেট করা হবে।
প্রতি ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এই বিষয়েগুলো নিয়ে সর্বমোট ১০ থেকে ১২টি প্রশ্ন থাকতে পারে।
প্রাইমারির ক্যাটাগরির (৩য়-৫ম শ্রেণির) প্রশ্ন প্রাইমারি বইয়ের বিষয়ের থেকে করা হবে।
বিগত বছরের প্রশ্ন দেখতে ভিজিট করুন https://bdjso.org/past-questions/
প্রশ্নের ধরন
৪টি ক্যাটাগরিতেই ২ ধরনের প্রশ্ন থাকবে। তাই উত্তর করতে হবে ২টি পদ্ধতিতে যথা:
সঠিক উত্তর নির্বাচন করে।
নির্ধারিত বক্সে সঠিক উত্তর লিখে।
টেস্ট অলিম্পিয়াড দিতে ভিজিট কর: https://online.bdjso.org/sample
প্রশ্নের ভাষা
প্রশ্ন দুটি ভাষায় করা হবে। যথা: ১. বাংলা ২. ইংরেজি
কয়টি ধাপে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে?
৩টি ধাপে এবারের বিডিজেএসও অনুষ্ঠিত হবে।
সারাদেশের জন্য অনলাইনে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
অনলাইন থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। (৪টি বিভাগের জন্য অনলাইনে, ৪টি বিভাগের জন্য অফলাইনে)
আঞ্চলিক পর্ব থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্বে অংশগ্রহণ করবে।
মার্কিং ও সময়সীমা
প্রতি প্রশ্নের জন্য ১ নাম্বার বরাদ্দ থাকবে। ১০-১২টি প্রশ্নের জন্য সময় থাকবে ৩০ মিনিট।
ফলাফল
জাতীয় পর্বের জন্য প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও বিশেষ এই ৪টি ক্যাটাগরিতে আলাদা আলাদা নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচিতদের তালিকা দেখতে ভিজিট করতে হবে online.bdjso.org/result

Post a Comment

أحدث أقدم