প্রথম আলো পাঠক কুইজের উত্তরসহ কিছু নমুণা প্রশ্ন

প্রথম আলো পাঠক কুইজের ১০ নভেম্বরের কিছু নমুণা প্রশ্ন
১।চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু কবে কবে?
২। এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ তিনটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় কত ধরা হয়েছে?
৩। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরের পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত কত কিলোমিটার দীর্ঘ ?
৪। ইসরায়েল কিভাবে দিয়ে লাশ খুঁজছে ?
৫। ট্র্যাকিং ডিভাইস (শনাক্তকরণ যন্ত্র) লাগানো কোন পাখি?
৬। গাজায় প্রতিদিন কত সময় যুদ্ধবিরতি দেবে ইসরায়েল?
৭। দেশে নিউমোনিয়ায় বছরে কত শিশুর মৃত্যু হয়?
৮। বিশ্ব নিউমোনিয়া দিবস কবে?
৯। ২০২২ সালে সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী কত শিশুর মৃত্যু হয়েছিল?
১০। বিশ্বে শিশুর মৃত্যু এর ছিল নিউমোনিয়ায় মৃত্যু।
১১। ঘরের ভেতরের বায়ুর মান উন্নত করে নিউমোনিয়ায় মৃত্যু কত কমানো যায়?
১২। হাত ধোয়ার অভ্যাস কত শতাংশ কমানো যায়?

১৩। জন্মের পর প্রথম ছয় মাস শিশু শুধু মায়ের দুধ খেলে নিউমোনিয়ায় মৃত্যু কত শতাংশ কমেস? উত্তরঃ
১। ১৪ নভেম্বর
২। ৪ হাজার ৮৬৮ কোটি টাকা।
৩। ১৫ কিলোমিটার
৪। মাংসখেকো পাখি দিয়ে
৫। ইগল ও শকুন
৬। চার ঘণ্টা
৭। ২৪ হাজার
৮। ১২ নভেম্বর
৯।প্রায় ৫০ লাখ
১০। ১৪ শতাংশ
১১। অর্ধেক
১২। ২১ শতাংশ
১৩। ১৫ শতাংশ

Post a Comment

أحدث أقدم