গণিত উৎসব ২০২৪ এ অংশগ্রহণের জন্য সবাইকেই অনলাইনে নিবন্ধন করতে হবে।
গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন লিংক
২০২০-২০২৩ সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের
নিবন্ধন করতে নিবন্ধন পাতায় গিয়ে “২০২০-২০২৩ সালে অংশগ্রহণকারী” বাটনে ক্লিক করতে হবে।
তার পর পূর্বের বছরের আপনার ৬ অঙ্কের ইউজার নেম বা আইডি ব্যবহার করে নিজের প্রোফাইলে গিয়ে তথ্য আপডেট করে নিবন্ধন নিশ্চিত করতে হবে।
২০২০-২০২৩ সালে অংশগ্রহণকারীরা আবেদন করতে এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে রাখুন তার পর আবেদন শুরু করুন।
শিক্ষার্থীদের অ্যাকাউন্টে লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে ২০২৪ সালের নিবন্ধন সম্পন্ন করতে হবে। সে জন্য নিবন্ধন পাতায় গিয়ে
“২০২০-২০২৩ সালে অংশগ্রহণকারী” বাটনে ক্লিক করতে হবে। তার পর পূর্বের আপনার ৬ অঙ্কের ইউজার নেম বা আইডি ব্যবহার করে নিজের প্রোফাইলে গিয়ে
তথ্য আপডেট করে নিবন্ধন নিশ্চিত করতে হবে। নিশ্চিতকরণ মেইল আপানার ইমেইলে গেলেই বুঝবেন আপনি সফলভাবে ২০২৪ সালে নিবন্ধন হয়েছে।
আপনার ৬ অঙ্কের ইউজার নেম বা আইডি ভুলে গিয়ে থাকলে আপনার মেইলে ইনবক্সে support@matholympiad.org.bd লিখে সার্চ করলে বিগত বছরগুলোতে আমাদের পাঠানো মেইলগুলো পেয়ে যাবেন। support@matholympiad.org.bd ইমেইল ঠিকানাটি আপনার কন্টাক্ট হিসেবে সংরক্ষণ করে রাখলে পরবর্তী ইমেইলগুলো আপনার ইনবক্সে পেয়ে যাবেন।
পূর্বের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে https://online.matholympiad.org.bd/forgot-password ঠিকানা থেকে পাসওয়ার্ড রিসেট করা যাবে। এই পাতায় ৬ অঙ্কের ইউজারনেম লিখে সাবমিট করা হলে নির্ধারিত ইমেইলে পাসওয়ার্ড রিসেট করার ধাপগুলো জানিয়ে দেওয়া হবে।
প্রথমবারের মতো অংশগ্রহণ করার জন্য “প্রথমবার অংশগ্রহণকারী” বাটনে ক্লিক করুন।
নিবন্ধন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য নিয়মাবলী পাতা দেখুন। আরও কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে support@matholympiad.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন:
গণিত অলিম্পিয়াড নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরসমূহ
বাংলাদেশ গণিত উৎসব অলিম্পিয়াডে অংশ নিতে নিবন্ধন করুন, আর আপনার সন্তানকে এগিয়ে রাখুন
By -
December 06, 2023
0
Tags: