Primary Assistant Teacher Model Test

Primary Assistant Teacher Model Test

১. ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব’ পঙ্‌ক্তির রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) কায়কোবাদ
গ) রফিক আজাদ ঘ) শামসুর রাহমান
২. ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’—কোন কবিতা থেকে পঙ্‌ক্তিটি চয়ন করা হয়েছে?
ক) আমার পণ
খ) বড় কে
গ) বাংলাদেশ
ঘ) আদর্শ ছেলে
৩. ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেন?
ক) নূরুন্নেছা খাতুন
খ) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী
গ) বেগম রোকেয়া
ঘ) আবুল ফজল
৪. ‘একাত্তরের যীশু’ গল্পটির রচয়িতা কে?
ক) শাহরিয়ার কবির
খ) সেলিম আল দীন
গ) মামুনুর রশীদ
ঘ) সৈয়দ শামসুল হক
৫. ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি—
ক) নাটক
খ) প্রবন্ধগ্রন্থ
গ) গল্প
ঘ) উপন্যাস
৬. কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ক) ই, ঔ
খ) ঐ, ঔ
গ) ঐ, অ
ঘ) আ, ঔ
৭. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
ক) গণনা, গণিকা, শোণিত
খ) গনণা, গণিকা, শোনিত
গ) গণনা, গনিকা, শোণিত
ঘ) গণণা, গণিকা, শোণিত
৮. অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ—
ক) অন্ব+এষণ
খ) অনু+এষণ
গ) অন্ব+এষন
ঘ) অনু+এষন
৯. সর্বজন–এর বিশেষণ কী?
ক) বিশ্বজনীন
খ) বিশ্বজন
গ) সর্বজনীন
ঘ) ঐশ্বরিক
১০. সভয়ে লোকটি বলল, বাঘ এসেছে। এখানে ‘সভয়ে’ শব্দটি কোন বিশেষণের উদাহরণ?
ক) বিশেষ্যর বিশেষণ
খ) ক্রিয়া বিশেষণ
গ) বিশেষণের বিশেষণ
ঘ) নাম বিশেষণ
১১.‘আ মরি বাংলা ভাষা’—এখানে ‘আ’ দ্বারা কী প্রকাশ হয়েছে?
ক) আনন্দ
খ) আশা
গ) আবেগ
ঘ) আনুগত্য
১২. পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) পর্তুগিজ
খ) ফারসি
গ) গুজরাটি
ঘ) উর্দু
১৩. কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে?
ক) আরবি
খ) ফারসি
গ) সংস্কৃত
ঘ) ইংরেজি
১৪. গৌরব শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
ক) গৌর+অব
খ) গুর+অব
গ) গুরু+ঞ্চ
ঘ) গুর+ষ্ণ
১৫. ‘গোঁফ-খেজুরে’ কোন সমাস?
ক) তৎপুরুষ
খ) দ্বন্দ্ব
গ) কর্মধারয়
ঘ) বহুব্রীহি
১৬. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক) বৃহদার্থে
খ) সাদৃশ্য অর্থে
গ) ব্যঙ্গার্থে
ঘ) ক্ষুদ্রার্থে
১৭. ‘অহংকার পতনের মূল’—বাক্যে ‘অহংকার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে শূন্য
খ) করণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) আধিকরণে শূন্য
১৮. রাতুল শব্দের অর্থ কী?
ক) লাল
খ) সাদা
ঘ) কালো
ঘ) নীল
১৯. আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) নিষিদ্ধ
খ) উদ্যত
গ) হাজির
ঘ) অনাসক্ত
২০. মুখচোরা বাগধারাটির অর্থ কী?
ক) লাজুক
খ) ভিতু
গ) স্পষ্টভাষী
ঘ) বাচাল
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১–এর উত্তর
১. গ। ২. ঘ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. ক। ৮. খ। ৯. গ। ১০. খ।
১১. ক। ১২. ক। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. ঘ। ১৭. খ। ১৮. ক। ১৯. ক। ২০. ক।

Post a Comment

أحدث أقدم