১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৪) এর অংশগ্রহণের নিয়মাবলি (Tips and Tricks To Registration in BDJSO-2024)

(Tips and Tricks To Registration in BDJSO-2024) আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক
১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৪) এর অংশগ্রহণের নিয়মাবলি শুরুর কথা দেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালবাসা বৃদ্ধি ও বিজ্ঞান গবেষণায় উৎসাহী করার জন্য এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-র বাংলাদেশ দল নির্বাচনের জন্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে যৌথভাবে আয়োজন করে আসছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। ২০১৭ সাল থেকে এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ।
এবছর অনলাইনে বিডিজেএসও ২০২৪-এর রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ১৩ সেপ্টেম্বর শুক্রবার অনলাইনে ১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। সিলেকশন টেস্ট থেকে নির্বাচিতরা দুইদিনের ক্যাম্পে অংশ নিবে। এরপর টিম সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাদের রেজাল্টের পাশাপাশি, তাদের যোগাযোগ দক্ষতা, আচরণ, ফিটনেস ও অন্যান্য বিষয় বিবেচনা করে রোমানিয়ার জন্য আইজেএসও’২৪ বাংলাদেশ দল গঠিত হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য প্রথমে online.bdjso.org ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশের যেকোনো অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করতে পারবে। English Medium, English Version ও বাংলা মাধ্যম উভয় মাধ্যমের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে। সেপ্টেম্বর ১০, ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অংশগ্রহণকারীরা যেকোনো স্থান থেকে ইন্টারনেট-সম্বলিত ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে এমন ডিজিটাল ডিভাইসে (স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ কম্পিউটার) অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন করতে পারবে। ক্যাটাগরি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে; যথাক্রমে
প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান),
জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান),
সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি)
বিশেষ (একাদশ শ্রেণি যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৯ তারিখ বা তার পর)
* ২০২৪ সালে শিক্ষার্থীরা যে শ্রেণিতে আছে, সে অনুযায়ী তার ক্যাটাগরি নির্ধারিত হবে।
* বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের জন্য এই নিয়ম প্রযোজ্য। কারা অংশ নিতে পারবে? ৩য়-১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও ১১শ শ্রেণির সেই শিক্ষার্থীরা যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৯ বা তারপর, তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশনকারীরা অংশ নিতে পারবে।
প্রশ্নের বিষয়বলি
৪টি ক্যাটাগরির জন্য অনলাইন বাছাই পর্বে ভিন্ন ভিন্ন প্রশ্ন সেট করা হবে।
প্রতি ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এই বিষয়েগুলো নিয়ে সর্বমোট ১৫ থেকে ২০টি প্রশ্ন থাকতে পারে।
প্রাইমারির ক্যাটাগরির (৩য়-৫ম শ্রেণির) প্রশ্ন প্রাইমারি বইয়ের বিষয়ের থেকে করা হবে।
বিগত বছরের প্রশ্ন দেখতে ভিজিট করুন https://bdjso.org/old-question/ প্রশ্নের ধরন
৪টি ক্যাটাগরিতেই ২ ধরনের প্রশ্ন থাকবে। তাই উত্তর করতে হবে ২টি পদ্ধতিতে যথা: সঠিক উত্তর নির্বাচন করে। নির্ধারিত বক্সে সঠিক উত্তর লিখে। টেস্ট অলিম্পিয়াড দিতে ভিজিট কর: https://online.bdjso.org/sample

প্রশ্নের ভাষা প্রশ্ন দুটি ভাষায় করা হবে। যথা:
১. বাংলা
২. ইংরেজি কয়টি ধাপে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে?
২টি ধাপে এবারের বিডিজেএসও অনুষ্ঠিত হবে।
সারাদেশের জন্য অনলাইনে একটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
অনলাইন থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। মার্কিং ও সময়সীমা প্রতি প্রশ্নের জন্য নাম্বার ভিন্ন ভিন্ন থাকবে। ১৫-২০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে ১ থেকে দেড় ঘণ্টা। ফলাফল অনলাইন জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও বিশেষ এই ৪টি ক্যাটাগরিতে আলাদা আলাদা নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতদের তালিকা দেখতে ভিজিট করতে হবে online.bdjso.org/result

BDJSO sample টেস্ট অলিম্পিয়াড দিতে ভিজিট কর: https://online.bdjso.org/sample

Post a Comment

أحدث أقدم