জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ মার্স্টার্স (নিয়মিত) প্রোগ্রামের মেধা তালিকা প্রকাশ

 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ মার্স্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ ঃ ১৮/৬/২০২৫
ফলাফল দেখবেন যেভাবে-
১।  বিকাল ৪.০০ টার পর  SMS এর মাধ্যমে- 
উদাহরণঃ মেসেজে গিয়ে টাইপ করুন (NU SPACE atmf SPACE ROLL NO ) পাঠিয়ে দিন ১৬২২২ 
২। রাত ৯.০০ টার পর  ভর্তির ওয়েবসাইট এর মাধ্যমে-
 ভিজিট করুন www.nu.ac.bd/admissions



গুরুত্বপূর্ণ তারিখঃ
মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখঃ -১৮/৬/২৫ তারিখ হতে ২৯/৬/২০২৫ তারিখ পর্যন্ত
মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি কলেজে জমার তারিখঃ -১৯/৬/২৫ তারিখ হতে ৩০/৬/২০২৫ তারিখ পর্যন্ত
কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে নিশ্চায়নের তারিখঃ -১৯/৬/২৫ তারিখ হতে ০১/০৭/২০২৫ তারিখ পর্যন্ত

Post a Comment

أحدث أقدم