What To Do After Selected in NU Admission Test

যারা ১ম মেধা তালিকায় চান্স পেয়েছেন: এখনই করণীয় কী?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা ১ম মেধা তালিকায় চান্স পেয়েছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়মতো ভর্তি নিশ্চিত করা। নিচে ধাপে ধাপে করণীয় দেওয়া হলো:
অনলাইনে ভর্তি নিশ্চয়ন (Final Admission Confirmation)
সময়সীমা: ২৫ জুন ২০২৫ – ১৫জুলাই ২০২৫
ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions
1. Honours Login-এ গিয়ে Application ID ও PIN দিয়ে লগইন করুন।
2. চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে তার প্রিন্ট কপি সংগ্রহ করুন।
ভর্তি ফি জমা ও কলেজে ফরম জমা
ভর্তি ফি জমা ও কলেজে ফরম জমা: সময়সীমা: ২৬ জুন ২০২৫ – ১৫ জুলাই ২০২৫
ফি: ৫৬৫/- টাকা
জমা দিতে হবে: কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং/সরাসরি
কলেজ কর্তৃক অনলাইন ভর্তির নিশ্চয়ন সময়সীমা: ২৬ জুন – ১৫ জুলাই ২০২৫
কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর জমা দেওয়া তথ্য যাচাই করে অনলাইনে ভর্তি নিশ্চিত করবে।
ব্যাংকে ফি জমা সময়সীমা: ২৬ জুন – ১৬ জুলাই ২০২৫
ব্যাংক: সোনালী ব্যাংক
হিসাব নম্বর: 02181100000134
যারা ১ম মেধা তালিকায় চান্স পাননি – চিন্তার কিছু নেই!
যারা আজ পাশ করেছেন কিন্তু ১ম মেধা তালিকায় চান্স পাননি, তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে জুলাইয়ের শেষে। আপনার আবেদন প্রক্রিয়া চালু থাকবে, তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখুন। আমাদের ওয়েবসাইটে এ বিষয়ে সকল আপডেট পেয়ে যাবেন, তাই চোখ রাখুন আমাদের এই সাইটে।
মাইগ্রেশন অন রাখার গুরুত্ব
যদি আপনি ১ম চয়েজের সাবজেক্ট না পেয়ে অন্য চয়েজে চান্স পেয়ে থাকেন, তাহলে মাইগ্রেশন অন রাখলে উপরের পছন্দের সাবজেক্টে মুভ করার সুযোগ থাকবে।
মাইগ্রেশন অপশন অন রেখেই ভর্তি নিশ্চিত করুন।
রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন কারা?
রিলিজ স্লিপ মূলত তাদের জন্য:
যারা ১ম ও ২য় মেধা তালিকায় চান্স পাননি অথবা চান্স পেয়েও ভর্তি হয়নি।
আবেদন সময়: আগস্ট ২০২৫
সর্বোচ্চ ৫টি কলেজে আবেদন করা যাবে।
যারা পাশ করেননি – এখন কী করবেন?
যারা এই বছর পাশ করতে পারেননি, তারা অনার্সে ভর্তি হতে পারবেন না। তবে চাইলে ডিগ্রি কোর্সে আবেদন করতে পারবেন অথবা পরবর্তী বছর আবার আবেদন করতে পারবেন। দ্বৈত ভর্তি হলে কী হবে?
যদি আপনি পূর্বে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুনভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। সর্বশেষ তারিখ: ৩ জুলাই ২০২৫
নইলে, দ্বৈত ভর্তির কারণে আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।
কাদের কী করণীয়?
স্ট্যাটাস করণীয় সময়সীমা
প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন অনলাইনে ভর্তি নিশ্চয়ন, ফি পরিশোধ, কলেজে ফরম জমা ২৫ জুন – ১৬ জুলাই ২০২৫।
চান্স পাননি অপেক্ষা করুন দ্বিতীয় মেধা তালিকার জন্য জুলাইয়ের শেষ।
চান্স পেয়েও ভর্তি হননি রিলিজ স্লিপে আবেদন আগস্ট ২০২৫।
পাস করেননি ভর্তি নয়, পরবর্তী বছর আবেদন করতে হবে ।

Post a Comment

أحدث أقدم