জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় রেজিস্ট্রেশন করুন

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবারও আয়োজিত হতে যাচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।
সারা দেশে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হবে।

শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৫ এর রেজিস্ট্রেশন চলছে

শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৫ এর রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন
রেজিস্ট্রেশনের সময় আমার নাম/জেলা ভুল হয়েছে। এটা সংশোধন করতে পারব কি না।
হ্যাঁ, পারবে। তোমার প্রোফাইলে তথ্য সংশোধন সেটিং অপশনে গিয়ে সংশোধন করা যাবে।
আমি টাঙ্গাইল জেলা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি কি ঢাকা থেকে সংবর্ধনা নিতে পারব?
সংবর্ধনার নিবন্ধন করার সময় তুমি যে জেলা থেকে সংবর্ধনা নিতে ইচ্ছুক, সেটি বাছাই করে নিতে পারবে। তবে নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে সংবর্ধনার জেলা পরিবর্তন করা সম্ভব নয়।
আমি এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাইনি, কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারব কি? আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংবর্ধনা অনুষ্ঠানটি ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় শুধু জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে।
আমি গত বছর ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছি। আমি কি এ বছরের সংবর্ধনায় নিবন্ধন করতে অথবা অংশ নিতে পারব? আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংবর্ধনা অনুষ্ঠানটি ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় শুধু জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে।
কবে, কোথায় কোন জেলায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে? নিবন্ধিত শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএস ও ই–মেইলের মাধ্যমে সংবর্ধনার স্থান, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সংবর্ধনার ওয়েবসাইটে শিক্ষার্থীর প্রোফাইল পেজে সংবর্ধনার তথ্য দেওয়া হবে । এ ছাড়া প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
শিক্ষার্থীর সঙ্গে অভিভাবকেরাও কি আসতে পারবেন?
সংবর্ধনায় শিক্ষার্থীর সঙ্গে অভিভাবকেরাও নিজ দায়িত্বে ও নিজ খরচে আসতে পারবেন।
অভিভাবকদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা থাকবে কি?
বিভাগীয় ও বড় জেলা শহরে যেসব স্থানে জেলা স্কুলের মাঠ কিংবা পার্ক ও খোলা স্থানে সংবর্ধনা আয়োজন করা হবে, সেখানে অভিভাবকদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে। মিলনায়তনের ভেতরে যেসব আয়োজন করা হবে, সেখানে আলাদা করে অভিভাবকদের বসানোর ব্যবস্থার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
শিক্ষার্থীদের জন্য উপহারের প্রোমো/রিডিম কোডগুলো কীভাবে পাব/ব্যবহার করব?
তোমাদের উপহারের প্রোমো/রিডিম কোডগুলো তোমার প্রোফাইল পেজ থেকে সংগ্রহ করবে।
আমি সংবর্ধনায় যেতে পারব না, কলেজ খোলা থাকবে। আমি কি পরে ক্রেস্ট সংগ্রহ করতে পারব? আমার পরিবর্তে অন্য কেউ কি ক্রেস্ট সংগ্রহ করতে পারবে?
আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংবর্ধনার দিন স্থানীয় ভেন্যুতে শুধু নিবন্ধিত শিক্ষার্থীদের কাছে ক্রেস্টগুলো হস্তান্তর করা হবে।
ই–আমন্ত্রণপত্র ডাউনলোড করতে পারছি না, অভিনন্দনপত্র নিয়ে কি অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে?
কিছুক্ষন পর অথবা তোমার ব্রাউজার পরিবর্তন করে আবার চেষ্টা করো। ই–আমন্ত্রণপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পাশাপাশি এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
আমি জিপিএ–৫ পেয়েছি, কিন্তু মুঠোফোনে এসএমএস দেখাচ্ছে আমি পাইনি?
আপনার তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের টেকনিক্যাল টিম সহযোগিতা করবেন। হেল্পলাইন ০১৪০৪৪৪০০৫০।
মুঠোফোনে এসএমএস পাইনি, কিন্তু প্রোফাইলে অভিনন্দনপত্র চলে এসেছে, কোনো সমস্যা হবে কি?
সমস্যা হবে না। ই–আমন্ত্রণপত্রটি প্রিন্ট করে চলে এসো। পাশাপাশি এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
ওটিপি আসতেছে না। কি করব?
টেকনিক্যাল সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় আবার চেষ্টা করো। তারপরও যদি সমস্যা সমাধান না হয়, তোমার তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের টেকনিক্যাল টিম সহযোগিতা করবেন। হেল্পলাইন ০১৪০৪৪৪০০৫০।
ওটিপি দিলে কিছুই হচ্ছে না, ভেরিফাই হচ্ছে না। কি করব?
টেকনিক্যাল সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় আবার চেষ্টা করো। তারপরও যদি সমস্যা সমাধান না হয়, তোমার তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের টেকনিক্যাল টিম সহযোগিতা করবেন। হেল্পলাইন ০১৪০৪৪৪০০৫০।
নিবন্ধন করতে গেলে জানাচ্ছে আগেই নিবন্ধন হয়ে গিয়েছে। কি করব?
তোমার তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীদের তথ্য যাচাই–বাছাই করে আমাদের টেকনিক্যাল টিম নিবন্ধনে সহযোগিতা করবেন। হেল্পলাইন ০১৪০৪৪৪০০৫০।
নিবন্ধনের সময় রেজাল্ট ভেরিফিকেশন ফেইল দেখাচ্ছে। কি করব?
তোমার তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের টেকনিক্যাল টিম সহযোগিতা করবেন। হেল্পলাইন ০১৪০৪৪৪০০৫০।
নিবন্ধনের সময় তথ্য ভুল বলতেছে, কিন্তু সব সঠিক তথ্য দেওয়া। কি করব?
তোমার তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীদের তথ্য যাচাই–বাছাই করে আমাদের টেকনিক্যাল টিম নিবন্ধনে সহযোগিতা করবেন। হেল্পলাইন ০১৪০৪৪৪০০৫০।
নিবন্ধনের কনফারমেশন এসএমএস এখনো পাইনি। কি করব?
অনুগ্রহ করে অপেক্ষা করো। শিগগিরই শিক্ষার্থীদের তথ্য যাচাই–বাছাই করে আমাদের টেকনিক্যাল টিম নিবন্ধনে সহযোগিতা করবেন। হেল্পলাইন ০১৪০৪৪৪০০৫০।
প্রোফাইলে লগইন করতে পারছি না, সেশন এক্সপায়ার্ড দেখাচ্ছে। কি করব?
তোমার তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের টেকনিক্যাল টিম সহযোগিতা করবেন।

Post a Comment

Previous Post Next Post