How to Apply for Dutch-Bangla Bank (DBBL) Scholarship 2025

Steps to Apply DBBL Scholarship -2025 Application Form


বৃত্তির আবেদনের যোগ্যতা কি?
জেলা শহর বাদে গ্রামীণ স্কুল হলে চতুর্থ বিষয় বাদে ন্যূনতম সিজিপিএ ৪.৮৩ হতে হবে। (সকল গ্রুপের জন্য) সিটি কর্পোরেশনের ও জেলা শহরের স্কুল হলে চতুর্থ বিষয় বাদে ন্যূনতম সিজিপিএ ৫.০০ হতে হবে। (সকল গ্রুপের জন্য)
DBBL Scholarship -এ কত টাকা বৃত্তি প্রদান করা হবে?
এইচ এস সি সময়কাল (২ বছর) প্রতি মাসে ২,৫০০ (দুই হাজার পাচশত) টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতি বছর বই কেনার জন্য ২,৫০০ (দুই হাজার পাচশত) টাকা ও পোশাকের জন্য ১,০০০ (এক হাজার) টাকা প্রদান করা হবে।
DBBL Scholarship (বৃত্তির) পাবার অন্যান্য শর্তাবলী কি?
সরকারি বৃত্তি ছাড়া অন্য কোন বৃত্তি পাচ্ছেন তারা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
বৃত্তির শতকরা ৯০ ভাগ শিক্ষার্থী গ্রামীণ স্কুল হতে এবং বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।
চতুর্থ বিষয় বাদে জিপিএ হিসাব করতে হবে।
আবেদনের শুরুর ও সর্বশেষ তারিখ কবে?
অনলাইনে আবেদনের শুরুর তারিখঃ ১৩ জুলাই ২০২৫ এবং
আবেদন জমার সর্বশেষ তারিথঃ ০৬ আগস্ট ২০২৫
আবেদনের সাথে কি কি জমা দিতে হবে?
আবেদনকারীর নিজের ও পিতা মাতার পার্সপোর্ট সাইজ রঙিন ছবির স্ক্যান কপি এবং
এস এস সি/ সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি
What is the Size of Scanned color photograph, Marksheet and Testimonial Size of student and Parents?
The image Size Dimension- width:500px to 600px, Height:700px to 800px and
Image Size Max-150kb
Scholarship Application form Please Carefully Fill up All Section
1. Personal Info
2. Educational Info
3. Family Info
4. Scholarship Info and
5. Photo Upload
আবেদনপত্রের লিংক
Can I Apply My Scholarship Applican Manually/ Offline?
No direct application will be accepted.
কিছু গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদনের শেষ তারিখঃ ০৬ আগস্ট ২০২৫
প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশঃ ২৫ আগস্ট ২০২৫
উপরোক্ত ওয়েবসাইট হতে প্রাথমিকভাবে নির্বাচিতের চিঠি ও প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ ডাচ বাংলা ব্যাংকের যেকোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টম্বর ২০২৫
চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবেঃ https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

Post a Comment

Previous Post Next Post