কবে থেকে টিকা দেওয়া শুরু হবে?
আগামী ১২/১০/২০২৫ খ্রি. তারিখ হতে টিকা দেওয়া শুরু হবে।
টিকার নিবন্ধনের জন্য কি কি প্রয়োজন? টিকার নিবন্ধনের জন্য জন্ম সনদ প্রয়োজন।
টাইফয়েডের টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশনের ঠিকানা কোনটি? https://vaxepi.gov.bd/registration/tcv ঠিকানায় ক্লিক করে টাইফয়েডের টিকার রেজিস্ট্রেশন করা যাবে।
দুইটি ধাপেঃ (টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন) সম্পন্ন করা যাবে।
১ম ধাপঃ
রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে জন্ম তারিখ দিতে হবে। দিন, মাস ও বছরের ঘর পূরণ করতে হবে। এরপর প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের নম্বরসহ সব তথ্যই ইংরেজিতে লিখতে হবে।
এরপর নারী না পুরুষ ঘরটি পূরণ করতে হবে। তারপর একটি ক্যাপচা কোড পূরণের মাধ্যমে আবেদনকারীর সব তথ্য যাচাইয়ের মাধ্যমে পরের ধাপে যাওয়া যাবে।
দ্বিতীয় ধাপঃ
পরের ধাপে গিয়ে আবেদনকারী মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানার ঘর পূরণ করে ‘সাবমিট’ করতে হবে। ‘সাবমিট’ করার পর মোবাইল ফোনে আসা একটি ‘ওটিপি’ দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে।
টাইফয়েড টিকা কার্ড ডাউনলোড বা সংগ্রহ
টাইফয়েড অথবা মেনিনজাইটিসের মধ্য থেকে একটি বাছাই করতে হবে। টাইফয়েড অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে- শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নমব শ্রেণি ও সমমান পর্যন্ত সব শিক্ষার্থী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু।
টিকা সনদ সংগ্রহ
টিকা কার্ড সংগ্রহের পর টিকা কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখিয়ে টিকা দিতে হবে এবং এর পর টিকা সনদ সংগ্রহ করা যাবে।
কোথায় গেলে বাচ্চাকে টিকা দেওয়া যাবে?
রেজিস্ট্রেশন করার সময় আপনি ছোট বাচ্চাদের জন্য আপনার বাড়ির এলাকায় যে EPI কেন্দ্রে আছে এমন কেন্দ্র বাচাই করে রেজিস্ট্রেশন করবেন, এবং আপনার সন্তান যে স্কুলে পড়ে কেন্দ্র হিসেবে টিকা কার্ডে সেই স্কুল উল্লেখ করবেন এবং সেই স্কুলে নিয়ে গিয়ে টিকা দেওয়া হবে।
আমি একাউন্ট হতে লগ আউট করেছি। আমি কি করে আমার একাইন্টে ঢুকবো?
এই লিঙ্কে ক্লিক করে, আপনি আপনার শিশুর জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার এবং যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা লিখলে আপনার একাউন্টে প্রবেশ করে টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন।
আমার দুটো বাচ্চা আমি কি একটি আবেদনে দুই জনের টিকার রেজিস্ট্রেশন করতে পারব?
না, প্রত্যেক বাচ্চার জন্য নির্ধারিত জন্ম নিবন্ধন কার্ড আলাদা, সুতরাং আলাদা আলাদা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আলাদা আবেদন করতে হবে এবং আলাদা টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে টিকা কেন্দ্রে নিয়ে টিকা গ্রহন করতে হবে।
একটি মোবাইল নম্বর দিয়ে কি আমার সকল বাচ্চার রেজিস্ট্রেশন করা যাবে?
হ্যাঁ একই মোবাইল নম্বর দিয়ে কি আপনার সকল বাচ্চার রেজিস্ট্রেশন করা যাবে।
আমার বাচ্চা এখনো স্কুলে ভর্তি হয়নি আমার করনীয় কি?
রেজিস্ট্রেশনের সময় আপনার নিকটে হয় এমন EPI কেন্দ্র সিলেক্ট করবেন।
টিকা নিতে কোন ফি লাগবে কি?
না, এই টিকা নিতে কোন ফি লাগবে না। সম্পূর্ণ ফ্রি।
Can I register using Mobile?
yes you can register using mobile also.
নিবন্ধন সম্পর্কিত যেকোনো সহযোগিতায়:
১৬২৬৩ নম্বরে বাWebsite: vaxepi@mis.dghs.gov.bd হতে সেবা নিতে পারবেন।
Post a Comment