আবেদন নিয়ে আপনার মনে যত জিজ্ঞাসা
আবেদনের জন্য যে কি আগে টাকা পেমেন্ট করতে হবে?
উত্তরঃ হ্যাঁ আবেদনের জন্য আগে টাকা পেমেন্ট করতে হবে। তারপর ফরমের মেনু সমূহ এক্টিভ হবে।
আবেদনের জন্য যদি সব ডকুমেন্ট সাথে না থাকে তবে পরবর্তী সময়ে কি ফরমের বাকি অংশ পূরণ করা যাবে?
উত্তরঃ হ্যাঁ যাবে, আবেদনের জন্য যদি সব ডকুমেন্ট একসাথে কাছে না থাকে তবে পরবর্তী সময়ে ফরমের বাকি অংশ পূরণ করা যাবে। তবে সেভ করে রাখতে হবে এবং আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বাকি অংশ পূরণ করতে পারবেন। সেটা অবশ্যই ফরম পূরণ শুরু করা হতে ১০ দিনের মধ্যে শেষ করতে হবে। না হলে যে পর্যন্ত হয়েছে সেই অবস্থায় সাবমিট হয়ে যাবে।
আবেদনের জন্য কি কি ডকুমেন্ট সাথে রাখতে হবে বা পরবর্তীতে জমা দিতে হবে?
উত্তরঃ অনলাইনে আবেদনে আপলোড করা অনুরুপ Passport Size ছবি (Attested)
Copy of Birth Registration of the Student (Attested)
Copy of Class 5 Testimonial/Result Sheet (main copy)
Copy of Class 6 Testimonial (main copy)
Copy of NID Father (Attested)
Copy of NID Mother (Attested)
Copy of Salary Certificate (main copy)
Copy of TIN (Attested)
If anybody has passport then Copy of Information Page of the Passport (Attested)
আবেদনের জন্য যে ছবি দিতে হবে তার বৈশিষ্ট্য কি হবে?
উত্তরঃ আবেদনের ছবি নীল রঙের ব্যাকগ্রাউন্ড মাপ হবে ৩০০x৩০০ এবং ছবির সাইজ ১৪০-২০০ Kb এর মধ্যে হতে হবে।
আবেদনের জন্য যে Birth Registration কি মূল কপি নাকি ফটোকপি জমা হবে?
উত্তরঃ Birth Registration ফটোকপি Attested করে জমা দিতে হবে।
জন্ম নিবন্ধন সনদের ফাইল টাইপ কি হবে?
জন্ম নিবন্ধন সনদের ফাইল টাইপ শুধুমাত্র পিডিএফ টাইপ হতে হবে।
ক্যাডেট কলেজসমূহ কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠান।
ক্যাডেট কলেজসমূহ কোন শ্রেণীতে ভর্তি হওয়া যায়?
উত্তরঃ বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ৭ম শ্রেণীতে ভর্তি হওয়া যায়।
বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ আছে?
উত্তরঃ বাংলাদেশে মোট ১২ টি ক্যাডেট কলেজ আছে। এরমধ্যে ০৯টি ছেলেদের এবং ০৩ টি মেয়েদের জন্য
ক্যাডেট কলেজের ক্লাসের সময় সূচী কি?
উত্তরঃ ক্যাডেট কলেজ সমূহ সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান
ক্যাডেট কলেজের ভর্তি কি লটারিতে হয়?
উত্তরঃ না ক্যাডেট কলেজ সমূহ প্রতি বছর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং লিখিত মোখিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে
ক্যাডেট কলেজে কতটি সিট বা আসন থাকে?
উত্তরঃ বাংলাদেশের ক্যাডেট কলেজ সমূহে ২০২৬ সালে মোটামুটি ৬০০টি সিট বা আসন আছে।
বিদেশী কোন শিক্ষার্থী কি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারেবে?
উত্তরঃ বাংলাদেশী নাগরিক নয় এমন কেউ কলেজে ভর্তি হতে পারবে না?
ক্যাডেট কলেজে কি আমি একাধিক বার পরীক্ষা দিতে পারব?
উত্তরঃ না ক্যাডেট কলেজ সমূহ শুধুমাত্র একবার ভর্তি পরীক্ষা দেওয়া যায়।
Click Here to Apply to Cadet College Admission-2026Click Here For the Syllabus of Admission 2026
Click Here to Know the Details of Admission
The Cadet College Admission Circular 2026 has not published yet. The Admission circular generally published in November of each year. Keep follow for the latest news on Cadet College Admission-2026.
Click Here To Know How to Apply for Cadet College Admission
![]() |
| How to Apply for Cadet College Admission |

Post a Comment