FAQ on Cadet College Admission

Prepare your child for cadet college admission
FAQ on Cadet College
বর্তমানে বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ আছে?
১২টি ক্যাডেট কলেজ আছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে
ক্যডেট কলেজে কোন ক্লাসে ভর্তি পরীক্ষা নেওয়া হয়?
সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা নেওয়া হয়ে।
ভর্তিপ্রক্রিয়াটি কেমন হবে?
ভর্তিপ্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।
ক্যডেট কলেজে আবেদন করার সম্ভাব্য সময় কখন?
বছরের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ভর্তির বিজ্ঞাপন দেয়া হয়।
লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ কখন?
প্রতি বছরের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় শুক্রবার।
আবেদন ফি কত?
আনুমানিকঃ ২ হাজার ৫০০ টাকা।
আবেদনের সময় কি কি কাগজপত্র লাগবে
সাধারণত নিচে উল্লেখিত সংযুক্তি লাগে, তবে প্রতি বছরের বিজ্ঞাপন দেকে নিশ্চিত হয়ে আবেদন করবেন
ক. পঞ্চম শ্রেণির বাষি৴ক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজিমাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)।
খ. জন্মনিবন্ধন/জন্মসনদের সত্যায়িত ফটোকপি।
গ. অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা/ইংরেজিমাধ্যম/মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।
ঘ. পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
ঙ. প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

ভর্তি পরীক্ষার সিলেবাস:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়।
ভর্তি পরীক্ষার বিষয়:
মোট ৩০০ নম্বরের প্রশ্ন থাকে
গণিতে ১০০,
ইংরেজিতে ১০০,
বাংলায় ৬০ ও
সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।
আবেদন ফরম পূরণের লিংক কোনটি? http://cadetcollege.army.mil.bd অথবা http://cadetcollegeadmission.army.mil.bd
cadet college admission
cadet college admission

Post a Comment