গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এ ফলাফল জানানো হবে। শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন করতে পারবেন। তবে একই সঙ্গে সব শিক্ষার্থীর ওয়েবসাইটে ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। এদিকে আবার ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের ফি বেড়ে দ্বিগুণ হয়েছে।
আজ রোববার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মোনাজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সভায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল একসঙ্গে প্রকাশ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যেহেতু ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন গ্রহণ করব, এর অন্তত দুই দিন আগেই নির্বাচিত শিক্ষার্থীদের মুঠোফোনে বার্তার মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড জানানো হবে।’
উপাচার্য বলেন, ‘আমরা নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা কোর কমিটিকে হস্তান্তর করেছি। এখন আমাদের সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে তা প্রকাশ করে দিতে পারে। শিক্ষার্থীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।’
দ্বিতীয় দফায় বাড়াল চূড়ান্ত আবেদন ফি
এদিকে প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশের পর চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত আবেদনকারী শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করার আবেদন ফি ১ হাজার ২০০ টাকা ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ানো হলো চূড়ান্ত আবেদনের ফি। প্রথমে চূড়ান্ত আবেদনের ফি ৫০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, পরে আবেদন ফি ১০০ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা করা হয়। এবার ১ হাজার ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
এ বিষয়ে উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, সার্বিকভাবে প্রাথমিক আবেদন ও চূড়ান্ত আবেদনের ফি দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে কাঙ্ক্ষিত প্রাথমিক আবেদন ফি না আসায় নিরুপায় হয়ে চূড়ান্ত আবেদনের ফি বাড়ানো হয়েছে। এ ছাড়া সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ফান্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ না থাকায় ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের মুঠোফোনে যাবে প্রাথমিকের ফল, আবেদন ফি দ্বিগুণ
Md. Abdur Rahman
0
إرسال تعليق