জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার সূচি প্রকাশ

২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডেটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ঠিক করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সোনালী সেবা’র মাধ্যমে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের ফির টাকা জমা দেওয়া যাবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৭-১৮, ২০১৬-১৭ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন। আর ফেল করে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে তৃতীয় বর্ষে উত্তীর্ণ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা এফ গ্রেড পাওয়া কোর্সগুলোর পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা কোভিড-১৯-এর কারণে স্থগিত করা হয়েছিল। স্থগিত ওই পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং তা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

Post a Comment

أحدث أقدم