২০২৪ সালে লটারিতে নির্বাচিতদের ভর্তি তারিখ ও ভর্তি ফরম বিতরণ এবং প্রয়োজনীয় কাগজ সংক্রান্ত নোটিশ

২০২৪ সালে লটারিতে নির্বাচিতদের ভর্তি তারিখ ও ভর্তি ফরম বিতরণ এবং প্রয়োজনীয় কাগজ সংক্রান্ত নোটিশ 

ভর্তি লটারিতে নির্বাচিত সকলকে আন্তরিক অভিনন্দন 

ভর্তির জন্য স্ব-স্ব স্কুলের সর্বশেষ নোটিশ অনুসারে প্রস্তুতি নিন। 

 
(যশোরে জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা বিদ্যালয়) স্কুলের উভয় শিফটের ফরম বিতরণ করা হবে 

 ২৯ নভেম্বর ২০২৩- ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত (সকাল ৮.০০- দুপুর ১২.০০) 

ফরম গ্রহণের সময় প্রয়োজন আবেদনের মূল কপি
শিক্ষার্থীর জন্ম সনদের মূল কপি
পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের মূল কপি
এবং কোটায় নির্বাচিতদের কোটার প্রয়োজনীয় কাগজ-পত্র দেখিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।


 উভয় শিফটের ভর্তি ফরম জমা দেওয়া যাবে 

 ০৪ ডিসেম্বর ২০২৩-০৫ ডিসেম্বর ২০২৩ (সকাল ৮.০০- দুপুর ১২.০০)
ভর্তির জন্য 

প্রয়োজনীয় কাগজপত্রঃ 

 ১। শিক্ষার্থীর ০২ কপি পার্সপোর্ট সাইজের ছবি
২। শিক্ষার্থীর পূর্ববর্তী স্কুলের TC
৩। শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি
৪। পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
৫। কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ-পত্র



ভর্তির জন্য প্রয়োজনীয় ফিস
৩য় শ্রেণী -১২৪৩ টাকা
৫ম শ্রেণী -১২৪৩ টাকা
৬ষ্ট শ্রেণী -১২৫১ টাকা
৮ম শ্রেণী -১২৫৩টাকা

Post a Comment

Previous Post Next Post