FAQ on Marks Active School Genius

Know your Mind Question on Active School Genius
বিভাগীয় রাউন্ডে কে কে গেছে কিভাবে বুঝব?
Online round শেষে যারা নির্বাচিত হবে, তাদেরকে ফোন/SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আপনাদের হেল্পলাইন নাম্বার কত?
যেকোনো ধরনের প্রশ্ন বা সমস্যা থাকলে সরাসরি আমাদের ইনবক্সে মেসেজ করো অথবা কল করো আমাদের হেল্পলাইন নম্বরে।
হেল্পলাইন: ১৬৯১০ (16910)
মাদ্রাসার শিক্ষার্থীরা কি অংশগ্রহণ করতে পারবে?
জ্বি, মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
ssc শিক্ষার্থীরা কি অংশগ্রহণ করতে পারবে??
জ্বি, ssc শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আমি রেজিস্ট্রেশন করতে পারছি না। কি করব?
সম্ভাব্য কারণ ও সমাধান:
ভুল ইমেইল বা পাসওয়ার্ড:
– একাউন্ট তৈরির সময় যে ইমেইল/মোবাইল ব্যবহার করেছিলে, সেটিই ব্যবহার করছো তো?
– পাসওয়ার্ড ভুল হলে “Forgot Password” দিয়ে রিসেট করো।
একই ডিভাইস বা একাধিক একাউন্ট:
– আগে অন্য কেউ ঐ ডিভাইস বা ব্রাউজারে লগইন করেছিল কি? তাহলে কুকি বা লগইন কনফ্লিক্ট হতে পারে।
একবার অন্য ব্রাউজার বা ইনকগনিটো মোডে ট্রাই করো।
রেজিস্ট্রেশন ঠিকভাবে সম্পন্ন হয়নি:
– কখনো কখনো রেজিস্ট্রেশন অসম্পূর্ণ থাকলে এক্সাম অপশন আসে না।
ড্যাশবোর্ডে গিয়ে দেখো ""Complete Registration"" আছে কিনা।
সার্ভার বা টেকনিক্যাল সমস্যা:
– অনেক সময় সাইটে ভিড়ের কারণে লোডিং বা লগইন সমস্যা হতে পারে।
কিছু সময় পরে আবার চেষ্টা করো।
১ম রাউন্ডের রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে?
১ম রাউন্ডের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৮ আগস্ট পর্যন্ত ছিল।
1st Round – Online Round রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে?
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৮ আগস্ট পর্যন্ত ছিল।
২য় রাউন্ড কবে শুরু হবে?
১৮ সেপ্টেম্বর এর পরে জানিয়ে দেওয়া হবে ২য় রাউন্ড কবে হবে।
রেজিস্ট্রেশন কি এখনো করা যাবে?
জ্বী রেজিস্ট্রেশন এখনও করা যাবে।
Marks Active School Genius Scholarship
Marks Active School Genius Scholarship

Post a Comment