FAQ on Sonali Bank Scholarship (আবেদনের আগে জানুন সকল তথ্য)

FAQ on Sonali Bank Scholarship

সোনালী বাংক স্কলারশিপ আবেদন কবে থেকে শুরু হবে?
উত্তর ২১-০৯-২০২৫
সোনালী বাংক স্কলারশিপ আবেদন কি অনলাইন নাকি অফলাইন?
উত্তরঃ শুধু অনলাইন।
সোনালী বাংক স্কলারশিপ আবেদন লিঙ্ক কোনটি?
ভিজিট করুন https://www.sonalibank.com.bd/csr/
সোনালী বাংক স্কলারশিপ কাদের জন্য/ কারা আবেদন করতে পারবে?
উত্তরঃ দেশের দরিদ্র মেধাবী, প্রত্যন্ত অঞ্চলের কৃষক, আদিবাসীদের মেধাবী সন্তান, এতিম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা (শুধুমাত্র যারা ২০২৪ সালে এস এস সি পাশ করে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অধ্যায়নরত অথবা ২০২৪ সালে এইচ এস সি পাশ করে স্নাতক বা সমমানে অধ্যায়নরত) আবেদন করতে পারবে।
সোনালী বাংক স্কলারশিপ আবেদন মিনিমাম জিপিএ কত থাকতে হবে?
উত্তরঃ এস. এস. সি- ৫.০০ এর মধ্যে ৪.৫০। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে ৫.০০ এর মধ্যে ৩.৫০ এইচ. এস. সি-৫.০০ এর মধ্যে ৪.৫০। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে ৫.০০ এর মধ্যে ৩.৫০
সোনালী বাংক স্কলারশিপ আবেদন পত্রের সাথে কি কি জমা দিতে হবে হবে?
উত্তরঃ প্রাথমিক বাছায়ের পর যারা সিলেক্ট হবে তাদেরকে অনলাইনের
১। আবেদন ফরম প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল মোহর যুক্ত সুপারিশ সহ
২। বর্তমান প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে অধ্যায়ন সনদ।
৩। সনদ নম্বর পত্র ও নাগরিক সনদের সত্যায়িত কপি।
৪। জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
৫। অভিভাবকের মাসিক আয় উল্লেখ করে আয়ের প্রত্যয়ন পত্রের কপি (ইউনিয়ন/ পৌরসবা/ সিটি কর্পোরেশন হতে)
৬। বীর মুক্তি যোদ্ধাদের সন্তানদের মুক্তি যোদ্ধা সনদ
৭। প্রতি বন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধী সনদ
৮। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে স্থানীয় জন প্রতিনিধির নিকট হতে প্রত্যয়ন পত্র
৯। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়ন পত্র। ১০। শিক্ষার্থী যখন আবেদন করবে তখন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
সোনালী বাংক স্কলারশিপ কত টাকা প্রদান করা হয়?
উত্তর ঃ ১০,০০০.০০
সোনালী বাংক স্কলারশিপ আবেদন বাছাই কিভাবে করা হয়?
উত্তরঃ আবেদন করার পর, সকল আবেদন হতে প্রাথমিক ভাবে সিলেক্ট করে তাদের তালিকা প্রাকাশ করা হয়। এর পর প্রাথমিক বাছায়ে যারা সিলেক্ট হবে তাদেরকে উপরে উল্লেখিত ডকুমেন্ট জমা দিতে হবে। এরপর তাদের হতে ফাইনাল সিলেক্ট করা হবে।
সোনালী বাংক স্কলারশিপ আবেদন কি যে কেউ করতে পারবে?
উত্তরঃ না, এটা শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থীদের জন্য। বিজ্ঞপিতে উল্লেখ আছে যে, স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার দরকার নাই।
সোনালী বাংক স্কলারশিপ আবেদন শেষ কবে?
উত্তরঃ ১০-১০-২০২৫
সোনালী বাংক স্কলারশিপ আমি সিলেক্ট হলে কিভাবে জানব?
উত্তরঃ ব্যাঙ্কের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্তভাবে সিলেক্ট হলে ব্যাংক থেকে কল দিবে।
To Download your submitted application again! Click Here
সোনালী বাংক স্কলারশিপ এর কোন তথ্যের জন্য কিভাবে যোগাযোগ করব?
উত্তরঃ কারিগরি সহযোগিতার জন্য যোগাযোগ করুন partha.itd@gmail.com
Sonali Bank Scholarship
 Sonali Bank Scholarship

Post a Comment