FAQ's on Marks School Genius

Marks Active School Genius কী?
Ans: Marks Active School Genius হলো একটি অল-ইন-ওয়ান প্রতিযোগিতা যেখানে ছাত্রছাত্রীরা English, Math, Science, IQ এবং AI বিষয়ে নিজেদের দক্ষতা যাচাই করতে পারবে ও জিতে নিতে পারবে ১৫ লাখ টাকার স্কলারশিপ!
প্রতিযোগিতায় কী কী বিষয়ে প্রশ্ন আসবে?
অনলাইন রাউন্ডে ইংরেজি, গণিত, বিজ্ঞান ও IQ
বিভাগভিত্তিক রাউন্ডে ইংরেজি, গণিত, বিজ্ঞান ও AI বা কৃত্তিম বুদ্ধিমত্তা
গালা রাউন্ডে ইংরেজি, গণিত, বিজ্ঞান, IQ ও AI বা কৃত্তিম বুদ্ধিমত্তা

প্রতিযোগিতার রাউন্ড কয়টি এবং কিভাবে হবে?
১. Online Round (03 August to 18 September): উন্মুক্ত সবার জন্য
২. Divisional Round: Online round এর বিজয়ীদের জন্য
৩. Gala Round: Division round এর সেরা শিক্ষার্থীদের নিয়ে

আমি কোন ক্যাটাগরিতে অংশ নিতে পারব?
তিনটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে:
Class 5–6 | Junior Level
Class 7–8 | Intermediate Level
Class 9–10 | Senior Level
Online Round-এ কী কী থাকবে?
অনলাইন রাউন্ডে মোট নম্বর ৫০। নেগেটিভ মার্কিং থাকছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ করে নম্বর কাটা যাবে।
মোট ৫ সেট কুইজ থাকবে (প্রতি সেট কুইজে ১০টি প্রশ্ন)
প্রথম কুইজ সাবমিট করলেই পরেরটা আনলক হবে
সব কুইজ সাবমিট করার পর স্কোর বিবেচনা করা হবে
একটি কুইজও মিস করলে আপনি Disqualified হবেন
একজন কতবার অংশ নিতে পারবে?
শুধু একবার! প্রতি ফোন নম্বর/ID দিয়ে একবারই অংশ নেওয়া যাবে।
AI ও অন্যান্য বিষয়গুলো কোথা থেকে পড়ব?
AI এর প্রস্তুতি নিতে আয়মান সাদিকের AI for Super Students বইটির ফ্রি PDF দেওয়া থাকবে। ডাউনলোড করে দেখলে কিছুটা আইডিয়া পাওয়া যাবে। তবে এটাকেই সিলেবাস/কারিকুলাম ধরে না এগিয়ে এরেকটু রিসার্চ করলে অনেক আইডিয়া পাওয়া সম্ভব।
বাকি বিষয়গুলোতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আইডিয়া পেতে মক টেস্ট দিতে পারো। ওয়েবসাইটে রেজিস্টেশন করো বাটনের পাশে নিজেকে যাচাই করো বাটনে ক্লিক করে তুমি এই ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে।
প্রশ্নে কি নেগেটিভ মার্কিং থাকবে?
হ্যাঁ, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।
পুরস্কার কী কী?
স্কলারশিপ হিসেবে মোট ৩০ জন বিজয়ীকে প্রায় ১৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে:
অবস্থান জনসংখ্যা পুরস্কার মোট
1st 3 ৳150,000 ৳450,000
2nd 3 ৳100,000 ৳300,000
3rd 3 ৳50,000 ৳150,000
4th–10th 21 ৳25,000 ৳525,000
প্রস্তুতির জন্য কী কী থাকবে?
ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল
মক টেস্ট
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করো বাটনের পাশে নিজেকে যাচাই করো বাটনে ক্লিক করে তুমি মক টেস্ট দিয়ে এই কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিতে পারবে। এই মক টেস্টগুলোর লিডারবোর্ডের টপ স্কোর করতে পারলে পেয়ে যাবে টি-শার্ট উপহার।
অভিভাবকরা কি অংশগ্রহণে সাহায্য করতে পারবেন?
অবশ্যই! অভিভাবকদের উৎসাহ ও সহায়তাই শিশুদের শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর ও আনন্দদায়ক করে তোলে।
আমি কিভাবে শুরু করবো?
ওয়েবসাইটের "Register Now" বাটনে ক্লিক করে সহজেই রেজিস্ট্রেশন করে ফেলো—এটাই তোমার স্কলারশিপ জেতার প্রথম ধাপ!

Post a Comment