উপকারী কিছু আমল

বিসমিল্লাহ–এর ফজিলত হযরত মুহাম্মাদ (সাঃ) বলেন,বিসমিল্লাহ ছাড়া কাজ করলে উহা বরকত শূন্য থাকে। যে সব কাজে মাসনুন দু’আ আছে, সেগুলো জানা না থাকলে, সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহীম পড়তে হবে। ঘর হতে বের হবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কাওয়াতা ইল্লাবিল্লাহে পড়বে…ইহা আপনার জন্য যথেষ্ট হলো, আপন বিপদ হতে বেঁচে গিয়াছো…।
ওজুর পরে/সাথে–কিছু আমল বা এর ফজিলত বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে ওজু করলে যতক্ষণ যতক্ষণ ঐ ওজু থাকবে ততক্ষণ ফিরিশতরা অনবরত সওয়াব লিখতে থাকবে। আল্লাহ মুসা (আঃ) কে বলেন, যে বাক্তি ওজু করে নেয়, তাকে আমি নিরাপত্তার আশ্রয় দান করি। ওজুকারী বাক্তি রোজাদারের মত।

Post a Comment

أحدث أقدم