ব্যাবিলন গ্রুপের শিক্ষাবৃত্তি: এসএসসি ২০২৩ শিক্ষার্থীদের জন্য
Click Here for Details of Babylon Group Scholarship
ব্যাবিলন গ্রুপ ২০২৩ সালে এসএসসি পাস ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্পের ১০ম পর্বের প্রক্রিয়া শুরু হয়েছে।
Babylon Group Scholarship |
আবেদনের শর্ত
এসএসসি পাসের বছর: ২০২৩
প্রাপ্ত ফলাফল: গোল্ডেন জিপিএ-৫
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে
শিক্ষাবৃত্তির আবেদনপত্র
এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (সত্যায়িত)
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট (সত্যায়িত)
কলেজে ভর্তির সনদ/প্রমাণপত্র (সত্যায়িত)
একটি পূর্ণাঙ্গ বায়োডাটা (পূর্ণঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্যসংখ্যা, তাদের পেশা, মোবাইল নম্বর ও আয়ের বর্ণনাসহ) সত্যায়িত করে জমা দিতে হবে।
জেনে রাখো
১৫ অক্টোবরের মধ্যে আবেদনকারীর JPEG ফরম্যাটে ছবি (Width 590 pixels, Height 708 pixels) কাগজপত্রসহ স্ক্যান করে পিডিএফ ফাইল babylon.scholarship@gmail.com ঠিকানায় ই–মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
ই–মেইলের সাবজেক্টে Babylon Scholarship –2023 লিখতে হবে।
ই–মেইল ছাড়া ব্যাবিলন গ্রুপে সরাসরি পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
Click Here for Al Arafah Islami Bank Scholarship-2023
Al Arapha Islamic Bank Scholarship |
Click Here For DBBL Scholarship-2023 SSC Scholarship
Scholarship Information
DBBL Scholarship-2023 |
إرسال تعليق