All Olympiad

Bangladesh Physics Olympiad Registration and Rules:
"১৪তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৪ অংশগ্রহণের নিয়মাবলীঃ"
নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.bdpho.org

চারটি ক্যাটাগরীতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ক্যাটাগরী এঃ ৫ম- ৬ষ্ঠ শ্রেণী
ক্যাটাগরী বিঃ ৭ম-৮ম শ্রেণী
ক্যাটাগরী সিঃ ৯ম- ১০ম শ্রেণী (এস এস সি পরীক্ষার্থী ও সমমান)
ক্যাটাগরী ডিঃ ১১শ- দ্বাদশ শ্রেণী (এইচ এস সি পরীক্ষার্থী ও সমমান)
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার রাত ০০:০০ সময় থেকে ১৪তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৪ এর নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের ক্ষেত্রে ২০২৩ সালের শ্রেণী ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য টেলিটক নম্বর ব্যবহার করা যাবে না।
ফিজিক্স অলিম্পিয়াডের নিবন্ধন ফি বাবদ ২৫০ (দুইশত পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে অনলাইনে নিবন্ধনের সময় (যা অফেরতযোগ্য)।
ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে Registration অপশন সিলেক্ট করলে বিকাশ পেমেন্টে নিয়ে যাবে। পেমেন্ট করার পরে বিকাশ ট্রানজেকশন আইডি কপি করে নিবন্ধন ফর্মে প্রবেশ করা যাবে। যদি কেউ পেমেন্ট করার পরে নিবন্ধন সম্পন্ন করতে না পারে তাহলে পরবর্তীতে www.bdpho.org/registration এই লিংকে প্রবেশ করে বিকাশ ট্রানজেকশন আইডি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবে। এই নিবন্ধন ফি শুধুমাত্র আঞ্চলিক পর্বের জন্য। একই নম্বর থেকে একাধিক নিবন্ধন ফি পরিশোধ করতে হলে কমপক্ষে ১০ মিনিট বিরতি দিয়ে চেষ্টা করতে হবে।
প্রতিযোগীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড পাঠানো হবে। এই নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড প্রতিযোগীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। নিজের প্রোফাইলে প্রবেশ ও কোন পরিবর্তনের জন্য নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। যেহেতু নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড মোবাইল ফোনে পাঠানো হবে সেক্ষেত্রে মোবাইল নম্বর নির্বাচনের বিষয়ে খেয়াল রাখতে হবে। নিবন্ধনের সময় কোন সমস্যা হলে বা নিবন্ধনের পরে এস এম এস না পেলে managerbdpho@gmail.com এ ই-মেইল করা যাবে।
আঞ্চলিক পর্ব সরাসরি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক বিজয়ীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্ব থেকে বিজয়ী ছাত্র ছাত্রীদেরকে ট্রেনিং ক্যাম্পে ডাকা হবে। পূর্বের এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সরাসরি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা (বয়স এবং APhO ও IPhO নিয়ম অনুযায়ী যোগ্য সাপেক্ষে) সরাসরি জাতীয় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে। এবছর ৫ জন প্রতিযোগীকে ইরানে অনুষ্ঠিতব্য ৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে। এবছর ৮ জনকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২৪তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে ও ৫ জনকে জর্জিয়ায় অনুষ্ঠিত ৮ম ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য মনোনীত করা হতে পারে। ফিজিক্স অলিম্পিয়াডে দল নির্বাচনের ক্ষেত্রে অলিম্পিয়াড কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন প্রকার সুপারিশ এবং হস্তক্ষেপের প্রচেষ্টা অযোগ্যতা হিসাবে গন্য হবে।
Bangladesh Junior Science Olympiad-2023 Online Selection Round Result Published
Bangladesh Junior Science Olympiad-2023 Online Selection Round Result Published
Click Here To Check your Result
প্রিয় বিডিজেএসও অনলাইন বাছাই পর্বের বিজয়ীরা, তোমাদেরকে অভিনন্দন । তোমরা সকলেই বিডিজেএসও অনলাইন বাছাই পর্বের ফলাফল ইতিমধ্যে পেয়েছো।
ফলাফল কোথায় পাবে?
ওয়েবসাইটে বিডিজেএসও প্রোফাইলে নিচের দিকে তোমরা কবে, কোথায়, কোন আঞ্চলিক পর্বে অংশ নিবে সেই তথ্যও উল্লেখ করা আছে।

পরের রাউন্ডের বিস্তারিত তারিখ ও ভেন্যু উল্লেখ করে দেয়া হল :
তোমাদের সুবিধার্থে কোন জেলা কোন আঞ্চলিক অলিম্পিয়াডের অন্তর্ভুক্ত ও ভেন্যু তা আবারও উল্লেখ করে দেয়া হল : - খুলনা আঞ্চলিক অলিম্পিয়াডের তারিখ ও ভেন্যু: ১৮ আগস্ট ২০২৩, শুক্রবার, সকাল ৮:৪৫ মিনিটে। ভেন্যু: সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা অন্তর্ভুক্ত জেলাসমূহ: খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও গোপালগঞ্জ।

- চট্টগ্রাম আঞ্চলিক অলিম্পিয়াডের তারিখ ও ভেন্যু: ১৯ আগস্ট ২০২৩, শনিবার, সকাল ৮:৪৫ মিনিটে। ভেন্যু স্কুলের নাম দ্রুতই প্রকাশিত হবে। অন্তর্ভুক্ত জেলা: শুধুমাত্র চট্টগ্রাম জেলা।
- নেত্রকোনা আঞ্চলিক অলিম্পিয়াডের তারিখ ও ভেন্যু: ১৯ আগস্ট ২০২৩, শনিবার, সকাল ৮:৪৫ মিনিটে, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, মোক্তারপাড়া নেত্রকোণা। অন্তর্ভুক্ত জেলা: শুধুমাত্র ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা।
- ঢাকা আঞ্চলিক অলিম্পিয়াডের তারিখ ও ভেন্যু: ২৬ আগস্ট ২০২৩, শনিবার, সকাল ৮:৪৫ মিনিটে, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্তর্ভুক্ত জেলাসমূহ: ঢাকা ,মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ।

- অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াড: উপরে উল্লেখিত জেলাগুলো বাদে সকল জেলা অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াডে অংশ নিবে। ২৫ আগস্ট ২০২৩, শুক্রবার, সকাল ১০:০০ মিনিটে। অলিম্পিয়াড লিংক: online.bdjso.org এছাড়া অন্যন্য কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে ফেইসবুকে মেসেজ করতে পারো অথবা ইমেইলে করতে পারো info@bdjso.org তে। আশাকরি, তোমরা খুব সহজে ও সুন্দর ভাবে আঞ্চলিক অলিম্পিয়াডগুলোতে অংশ নিতে পারবে।
All Olympiad
বিডিজেএসও ২০২৩ অনলাইন বাছাই অলিম্পিয়াড ১১ই আগস্ট ২০২৩, শুক্রবার, সকাল ১০:০০ টায়

আগামী ১১ই আগস্ট ২০২৩, শুক্রবার, সকাল ১০:০০ টায় অনলাইন বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। লিংক: https://online.bdjso.org
অনলাইন বাছাই অলিম্পিয়াডে অংশ নিতে তোমাকে যা করতে হবে:
১. online.bdjso.org ওয়েবসাইটে গিয়ে তোমার আইডিতে লগ ইন (Log in) করতে হবে।
২. লগ ইন করতে তোমার ইমেইলে পাঠানো ৬ সংখ্যার ইউজার নেম ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। (তোমার ইউজার নেম ও পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করার সময় তোমাকে ইমেইলে পাঠানো হয়েছিল)।
বিশেষ দ্রষ্টব্য: পাসওয়ার্ড ভুলে গেলে online.bdjso.org —এই ঠিকানায় গিয়ে লগ ইন করার সময় পাসওয়ার্ড এর নিচে দেওয়া অপশন (Forgot Password)-এ ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবে। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে তোমাকে এই সাইটে লগ ইন করতে হবে।

অনলাইন বাছাই অলিম্পিয়াডের নিয়মাবলী:
১. অনলাইন বাছাই পর্বে দুই ধরনের প্রশ্ন থাকবে (১) MCQ (২) লিখিত উত্তর।
২. অনলাইন বাছাই পর্বে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা আলাদা ভাবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৩. MCQ প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে ডান পাশের ঘর থেকে সঠিক উত্তর বাছাই করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৪. লিখিত প্রশ্নের ক্ষেত্রে ডানপাশের ফাঁকা ঘরে শুধু ইংরেজি সংখ্যায় (যেমন 23, 4.3, 69 ইত্যাদি) উত্তর লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৫. একই প্রশ্নের উত্তর বাছাই পর্বের সময়ের মধ্যে যতবার ইচ্ছা পরিবর্তন করা যাবে। শেষবার সাবমিট করা উত্তরটিই আমাদের কাছে জমা হবে।
৬. অনলাইন বাছাই পর্বের প্রশ্নে মোট ১২ টি সমস্যা দেয়া থাকবে।
৭. ১২ টি সমস্যার জন্য সময় থাকবে মোট ১ ঘণ্টা। অলিম্পিয়াড চলাকালীন কত সময় বাকি আছে তা তুমি ওয়েবসাইটের উপরে দেয়া টাইমারে দেখতে পাবে।
৮. বাছাইপর্বের প্রশ্নগুলোর উত্তর দিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এছাড়া খসড়া করতে কাগজ-কলমের প্রয়োজন হতে পারে। এগুলো আগে থেকেই সাথে রাখতে পারো।
৯. তুমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যে কোন বই বা ইন্টারনেট থেকে তথ্য নিয়ে বা সূত্র জেনে সাহায্য নিতে পারো। তবে কোন ব্যক্তির কাছে সাহায্য নেওয়া যাবে না। সেক্ষেত্রে তা হবে অসাধুতা। অসাধুতা করে পুরস্কার জেতায় কোন গৌরব নাই।
অনলাইন অলিম্পিয়াডের আগে কোন টেকনিক্যাল সমস্যা বা অন্য যে কোন প্রয়োজনে info@bdjso.org ঠিকানায় ইমেইল করো, অথবা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ফেসবুক পেইজে (facebook.com/bdjso) ম্যাসেজ পাঠাও। ১১ তারিখ, অলিম্পিয়াডের দিন লগইন সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আমাদের পক্ষে দেয়া সম্ভব হবে না।
এর আগে আজকে ৯ আগস্ট অনলাইনে মক বাছাই পর্ব আয়োজন করা হয়েছে। যেটা তোমাকে অনলাইন বাছাই পর্বের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে । ৯-১০ আগস্ট, সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত যেকোনো সময় এই প্রস্তুতিমূলক অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা।
মক অলিম্পিয়াড - ৯-১০ আগস্ট ২০২৩, সকাল ৭টা থেকে রাত ১১ টা।
১১ আগস্ট মূল অনলাইন বাছাই পর্বের আগে তুমি যেন ওয়েবসাইটে লগইন করতে পারো, অনলাইন বাছাই পর্বের কারিগরি ও অন্যান্য সকল দিক সম্পর্কে তোমার যেন পরিপূর্ণ ধারণা থাকে সেজন্য এই মক অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে। কারণ আবারও বলছি, ১১ তারিখ অলিম্পিয়াডের দিন লগইন সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আমাদের পক্ষে দেয়া সম্ভব হবে না।
এই মক অলিম্পিয়াড পর্বে মূল বাছাই পর্বের মত প্রশ্ন দেওয়া থাকবে। মূল বাছাই পর্বে যেভাবে উত্তর দিতে হবে ঠিক সেভাবে এই মক অলিম্পিয়াড পর্বেও নির্ধারিত সময়ের মধ্যেই উত্তর দিতে হবে। তাই প্রস্তুতি বাছাইপর্বে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। মূল বাছাইপর্বে সঠিকভাবে অংশ নিতে এই প্রস্তুতি অলিম্পিয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিডিজেএসও আয়োজক কমিটির পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা।
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৩) এর অংশগ্রহণের নিয়মাবলি
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য প্রথমে online.bdjso.org ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
বিডিজেএসও ২০২৩ এর রেজিস্ট্রেশন ও প্রথম বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের যেকোনো অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করতে পারবে।
English Medium, English Version ও বাংলা মাধ্যম উভয় মাধ্যমের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে।
আগস্ট ৮, ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
অংশগ্রহণকারীরা যেকোনো স্থান থেকে ইন্টারনেট-সম্বলিত ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে এমন ডিজিটাল ডিভাইসে (স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ কম্পিউটার) অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন করতে পারবে।

Post a Comment